Sunday, May 4, 2025

এসএলএসটি শরীরশিক্ষা-কর্মশিক্ষার নিয়োগ জট খোলার পথে! অ্যাডভোকেট জেনারেলকে ধন্যবাদ কুণালের

Date:

শিক্ষক নিয়োগ নিয়ে সদর্থক ও ইতিবাচক ভূমিকা অনেক আগে থেকেই নিতে শুরু করেছে রাজ্য সরকার। রাজ্য দিতে চাইলেও আইনি জটে আটকে রয়েছে অনেক নিয়োগ। ধীরে ধীরে সেই জট খুলছে। এরই মধ্যে গত, সোমবার কলকাতা হাইকোর্টে গিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে দেখা করলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় তাঁদের দু’জনের মধ্যে। তখন কুণাল ঘোষ জানিয়েছিলেন এসএলএসটি শরীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের তরফে তিনি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করে মামলায় বিষয়ে কথা বলেন। অ্যাডভোকেট জেনারেল কিশোর তাঁকে আশ্বস্ত করেছিলেন যে, মামলার পরবর্তী শুনানির দিন রাজ্যের পক্ষ থেকে ‘সদর্থক ভূমিকা’ নেওয়া হবে। সেইমত এদিন শুনানি হয়। এবং সেই শুনানি ছিল ইতিবাচক।

আজ বুধবার ফের একটি টুইট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, “এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা জট খোলার দিকে আরেক ধাপ। আজ হাইকোর্টে ইতিবাচক শুনানি। আগামী সোমবার বড় পদক্ষেপের সম্ভাবনা। ধন্যবাদ মাননীয় অ্যাডভোকেট জেনারেল। মনে রাখুন, মমতা বন্দোপাধ্যায় নিয়োগের সব ব্যবস্থা করে দিলেও বিরোধীদের অন্যায্য মামলার জটে আটকে ছিলেন যোগ্যরা। আশা করি, শিগগিরই সবার মুখে হাসি ফুটবে। জট কাটার দিকে এগোচ্ছে।”


২০১৬ সালের এসএলএসটি শরীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের প্যানেল প্রস্তুত হয়ে গেলেও নতুন মামলায় তা আটকে রয়েছে। নিয়োগের বিষয়ে রাজ্য সরকার শূন্যপদও তৈরি করেছিল। এ ব্যাপারটি গোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে আনার কাজটি করেছিলেন কুণাল। কিন্তু আইনি জটে নিয়োগ কার্যকর হয়নি। সুপারিশ পেয়ে যাওয়ার পরেও চাকরি দেওয়া যাচ্ছে না। কিছু আইনজীবী চাকরিপ্রার্থীদের সর্বনাশ করছেন। ওই আইনজীবীরা মামলা করে নিয়োগ আটকে দিচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী চান, সবাই চাকরি পান।

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version