Tuesday, August 26, 2025

টুঙ্গিদিঘিতে ভ.য়াবহ পথ দুর্ঘ.টনা! ৬ জনের মৃ.ত্যু, মৃ.তের সংখ্যা বাড়ার আ.শঙ্কা

Date:

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। সিভিক ভলেন্টিয়ার-সহ মৃত্যু হল ৬ জনের। বুধবার রাতে করণদিঘী থানার টুঙ্গিদিঘী বাস স্ট্যান্ড মোড় এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের স্করপিও এবং একটি পিক-আপ ভ্যানের সঙ্গে ভুট্টাবোঝাই ১৮ চাকার লরির ধাক্কা লেগে ঘটে বড়সড় দুর্ঘটনা। বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ড মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপরে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী । পৌঁছয় দমকলের ইঞ্জিনও। দ্রুত আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

জানা গিয়েছে, ট্রেলারটি করণদিঘির দিক থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল দ্রুতবেগে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। রাস্তার পাশে সেই সময় দাঁড়িয়ে ছিল স্করপিওটি। লরিটি ধাক্কা মারে ধাক্কা মারে গাড়িটিকে। এরপর রায়গঞ্জের দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানকেও ধাক্কা মারে। লরিটির চাকা দুর্ঘটনার পর একেবারে উপর দিকে উঠে যায়। ঘটনার সময় জাতীয় সড়কে ছিলেন এক সিভিক ভলেন্টিয়ার। দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়। ছুটে আসেন আশেপাশের লোকজন। প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন তাঁরা। খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। আহতদের উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহগুলিও উদ্ধার করা হয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যরাত পর্যন্ত চলে উদ্ধার কাজ। কীভাবে এতবড় দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে পুরো বিষয়টির তদন্ত করা হবে।

আরও পড়ুন- নজরে লোকসভা, জয়ললিতার দল ভাঙিয়ে ঝুলি ভরছে দক্ষিণে ‘শূন্য’ বিজেপি

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version