Sunday, November 9, 2025

রাজধানীর পথে ক্ষুব্ধ কৃষক, বিক্ষোভ ঠেকাতে দিল্লি সীমান্ত সিল করল মোদি সরকার

Date:

কেন্দ্রের মোদি সরকারের কৃষক বিরোধী নীতির জেরে পথে বসেছেন দেশের কৃষকরা। ৩ বছর আগে সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল কৃষকদের বিক্ষোভ। আবারও দেখা গেল একই ছবি। তবে আন্দোলনরত কৃষকদের ঠেকাতে এবার আগেভাগে মাঠে নামল কেন্দ্রীয় সরকার। ব্যারিকেড করে দেওয়া হল দিল্লি সীমান্ত। একাধিক দাবিদাওয়া নিয়ে বড়সড় দিল্লি অভিযানে নেমেছেন হরিয়ানা, পাঞ্জাব, নয়ডার কৃষকরা। তাঁদের আটকাতে এবার তোরজোড় শুরু করল মোদির সরকার।

বৃহস্পতিবার একাধিক দাবিদাওয়া নিয়ে দিল্লির পথে রওনা দেয় কৃষকদের দুটি মিছিল। একটিতে রয়েছেন নয়ডা ও গ্রেটার নয়ডার কৃষকরা। তাঁদের দাবি, প্রশাসনের তরফে যেসমস্ত কৃষিজমি অধিগ্রহণ করা হয়েছে তার পরিবর্তে উন্নত চাষজমির ব্যবস্থা করতে হবে। বাড়াতে হবে ক্ষতিপূরণের অঙ্কও। মিছিল করে সংসদ ভবন পর্যন্ত যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। অন্য মিছিলটিতে অংশ নেবেন পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। ফসলের নূন্যতম সহায়ক মূল্য, কৃষকদের পেনশন, চাষিদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ খারিজ-সহ একাধিক দাবিতে ট্রাক্টর মিছিল করে দিল্লিতে যাওয়ার কথা ছিল তাঁদের। এই মিছিল আটকাতেই কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, দিল্লি-নয়ডা সীমানায় কাঁটাতার, সিমেন্টের তৈরি ব্যারিকেড, বালির বস্তা দিয়ে পথ আটকে দেওয়া হয়েছে। বিশেষ পুলিশবাহিনী, র‍্যাফ মোতায়েন রয়েছে সীমান্তে। ২০২০ সালের মতোই কৃষকদের আটকানোর সমস্ত ব্যবস্থা রয়েছে। তার জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল। সীমানা পেরিয়ে যাতায়াত করতে অন্তত ৩০ মিনিট বেশি সময় লাগছে বলে স্থানীয়দের দাবি। এদিকে প্রশাসনের বাধার মুখে পড়ে রাজ্যের সীমান্ত পেরিয়ে দিল্লি প্রবেশ করতে পারেননি কৃষকরা। তবে ফিরেও যাননি। ব্যারিকেডের সামনে বসেই শুরু হয়েছে বিক্ষোভ। সবমিলিয়ে ২০২০ সালের পুরানো সেই ছবি নতুন করে ভয় ধরাচ্ছে মোদি সরকারের।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version