Monday, August 25, 2025

“ওবিসি নন, মিথ্যে বলছেন উনি”, মোদির বিরুদ্ধে অভিযোগ রাহুলের

Date:

জাতিগত পরিচয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অসত্য ভাষণের অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জানালেন, নরেন্দ্র মোদি জাতিগতভাবে অনগ্রসর গোষ্ঠী (ওবিসি)-ভুক্ত নন। রাহুলের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে গোটা দেশে জল্পনা তৈরি হওয়ার পর নতুন করে গুরুতর অভিযোগ উঠল মোদির বিরুদ্ধে।

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ উপলক্ষ্যে বর্তমানে ওড়িশায় ঝাড়সুগুড়ায় রয়েছেন রাহুল গান্ধী। সেখানেই এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ বৃহস্পতিবার বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জাতিগত পরিচয় নিয়ে মিথ্যা দাবি করছেন। আদতে তিনি অন্যান্য অনগ্রসর গোষ্ঠী (ওবিসি)-ভুক্ত নন। সাধারণ শ্রেণিভুক্ত।” এর পরে মোদি সম্পর্কে তাঁর অভিযোগের ‘ব্যাখ্যা’ও দেন রাহুল। তিনি বলেন, “ওবিসি জাতিভুক্ত কোনও পরিবারে জন্মগ্রহণ করেননি। গুজরাতের সাধারণ শ্রেণিভুক্ত ‘তেলি’ পরিবারে তাঁর জন্ম হয়েছিল। ২০০০ সালে গুজরাতের বিজেপি সরকার ওই জনগোষ্ঠীকে ‘ওবিসি’ তকমা দিয়েছিল।” অবশ্য রাহুলের দাবিতে কোনও ভুল নেই বলেই মনে অরছে রাজনৈতিক মহল। কারণ, মোদি ‘মোধ ঘাঞ্চি তেলি’ জাতিভুক্ত। বিজেপির জমানাতেই গুজরাটে ওবিসি তকমা পেয়েছিল এই সম্প্রদায়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর জাতীয় রাজনীতিতে নিজেকে প্রান্তিক জাতিভুক্ত হিসেবে তুলে ধরতে সক্রিয় নরেন্দ্র মোদি। এমনকি ২০১৪ সালে মোদির বিরুদ্ধে নিম্নমানের রাজনীতির অভিযোগ তুলেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই সময়ে পাল্টা মোদি অভিযোগ করেন ‘নিচু জাতের’ বলেই কংগ্রেসের আক্রমনের শিকার তিনি। নিচু জাতের মানুষের রাজনীতির অধিকার কেড়ে নিতে চায় কংগ্রেস। এবার মোদির জাতিগত পরিচয়ের আসল স্বরূপ তুলে ধরলেন রাহুল।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version