Friday, November 14, 2025

ট্রেকিং করতে গিয়ে মৃত্যু পর্যটকের, বরফের মাঝেই দেহ পাহারা দিল পোষ্য

Date:

হিমাচলে ট্রেকিং (Trekking in Himachal) করতে গিয়ে মারাত্মক পরিণতি দুই পর্যটকের। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ফুট উচ্চতায় প্রবল তুষারপাতের মধ্যে খারাপ আবহাওয়ার মধ্যে আটকে পড়েন অভিনন্দন গুপ্ত (৩০) এবং প্রণীতা ওয়ালা (২৬)। দুজনেই অ্যাডভেঞ্চার প্রিয়। প্রথমজন পাঞ্জাবের পাঠানকোটের (Pathankot, Panjub)বাসিন্দা এবং দ্বিতীয়জন মহারাষ্ট্রের পুনের (Pune, Maharastra) বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান বরফে পা পিছলে গিয়েই দুজনের মৃত্যু হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল দুর্ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পরে তাঁদের দেহ উদ্ধার করতে গিয়ে দেখা যায় একটি সারমেয় সেখানে বসে রয়েছে। এবং তাঁর মালিক ঐ মৃতদের মধ্যে একজন। তাই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও প্রভুকে ছেড়ে কোথাও যেতে পারেনি ঐ পোষ্য (Pet Dog)বলেই অনুমান উদ্ধারকারী দলের।

কাংড়া জেলা পুলিশের তরফে বলা হয়েছে বীর বিলিংয়ে ট্রেকিংয়ে গিয়েছিলেন অভিনন্দন এবং প্রণীতা। প্যারাগ্লাইডিং (Paraglaiding) এবং ট্রেকিংয়ের (Trekking) মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করার কারণে গত চার বছর ধরে হিমাচলেই থাকছিলেন অভিনন্দন। তাঁর সঙ্গে প্রণীতা এবং আরও দুজন পর্যটক ট্রেকিংয়ের জন্য বীর বিলিংয়ে যান । একটি বিশেষ পয়েন্ট পর্যন্ত তাঁরা চার জনে গাড়ি করে গেলেও আবহাওয়া খারাপ হতে থাকায় আর এগোনো সম্ভব হচ্ছিল না। ফলে তাঁরা গাড়ি ছেড়ে হাঁটতে শুরু করেন। কিন্তু কিছু দূর যেতেই পরিস্থিতি আরও খারাপ হওয়ায় দুজন ওই পয়েন্ট থেকে ফিরে আসেন। কিন্তু প্রণীতা এবং অভিনন্দন এগিয়ে যাওয়ার জন্য মনস্থির করেন। এক দিন পেরিয়ে যাওয়ার পরও তাঁরা ট্রেকিং থেকে না ফেরায় নিখোঁজ ডায়েরি করেন তাঁদের দলের অন্য সদস্যরা। অনুসন্ধানকারী দুটি দল দুটো আলাদা ভাগে ভাগ হয়ে তল্লাশি চালাতে থাকে। শেষমেশ যে পয়েন্ট থেকে প্যারাগ্লাইডিং হয়, সেখান থেকে তিন কিলোমিটার দূরে অভিনন্দন এবং প্রণীতার দেহ উদ্ধার হয়। তবে যেভাবে টানা দুদিন ধরে পোষ্য দেহ পাহারা দিয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছেন বাকি পর্যটকরাও।


Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...
Exit mobile version