Thursday, August 21, 2025

আগামিকাল আইএসএল-এর পরবর্তি ম্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষকে সমীহ হাবাসের

Date:

আগামিকাল আইএসএল-এর পরবর্তি ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। শেষ ম্যাচে ইস্টবেঙ্গল এফসির সঙ্গে ড্র করেছিলো সবুজ-মেরুন। আইএসএল-এ লাস্ট বয় হায়দরাবাদ এফসি। এখনও একটা ম্যাচ জেতেনি তারা। প্রতিপক্ষ দুর্বল হলেও, ম্যাচকে হালকা ভাবে নিচ্ছেন না বাগান কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। বরং এই ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চান হাবাস।

এদিন সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন, হায়দরাবাদ তো এখনও আইএসএলে খেলছে। দল নামাচ্ছে। কালকে আমাদের বিরুদ্ধেও খেলতে নামবে। তাই সেই দলকে দুর্বল বলি কী করে? প্রত্যেকটা ম্যাচ আমাদের পক্ষে জেতা সম্ভব নয়। আলাদা আলাদা দলের বিরুদ্ধে খেলতে হয়। কিন্তু আমরা জিততেই মাঠে নামি। চাপ তো সব ম্যাচেই থাকে। সেটা সামলেই তিন পয়েন্ট পেতে হয়। আমরা পেশাদার। তাই পেশাদারের মতোই খেলতে নামব। বিপক্ষ দলে যারা রয়েছে তারাও পেশাদার এবং নিজেদের কাজটা জানে।”

এদিকে চোটের কারণে শনিবারের ম্যাচে খেলতে পারবেন না আনোয়ার আলি এবং ব্রেন্ডন হ্যামিল। কার্ড সমস্যায় নেই লিস্টন কোলাসো এবং দীপক টাংরি। এই প্রসঙ্গে হাবাস বলেন, “আমি কোনও অজুহাত দিতে চাই না। কাল ম্যাচ রয়েছে। সেখানে আমাদের খেলতে হবে। সেরা একাদশ নামানোর চেষ্টা করব। আমার খেলোয়াড়েরা প্রস্তুত। আমি ম্যাচের আগে পরিস্থিতি অনুযায়ী দল তৈরি করব।” তবে আগামিকাল ম্যাচে হুগো বৌমোস খেলবেন কিনা সেই নিয়ে কিছু পরিস্কার করলেন হাবাস। এই নিয়ে তিনি বলেন, “ কাল আপনারা দেখতেই পাবেন। আজ কোনও উত্তর দেব না।”

আরও পড়ুন- রঞ্জিট্রফিতে বাংলার বিরুদ্ধে দুরন্ত সচিন, প্রথম দিনের শেষে কেরলের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২৬৫

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version