Friday, January 9, 2026

পাকিস্তানে একাই সেঞ্চুরি ইমরানের, সরকার গড়তে একজোট নওয়াজ-বিলাওয়াল

Date:

Share post:

৪০ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও আটকে পাকিস্তানের নির্বাচনী ফলাফল। ফলঘোষণার আগেই নির্দল হিসেবে লড়াইয়ে নামা ইমরান খানের দল ও নওয়াজ শরিফের পিএমএলএন উভয়েই ঘোষণা করেছেন জয়ী হয়েছে তাঁর দল। ফলে কে সরকার গঠন করতে চলেছে পাকভূমে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এরইমাঝে সরকার গঠনের লক্ষ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএলএন ও আসিফ আলি জারদারির দল পিপিপি জোট গঠনে রাজি হয়েছে। পিপিপির শীর্ষ নেতা বিলাওয়ালের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন নওয়াজ। পাশাপাশি ২৬টি বুথে পুনরায় নির্বাচনের ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে। আগামী ১৫ ফেব্রুয়ারি এই বুথগুলিতে ভোট গ্রহণ হবে।

মোট ২৬৫টি আসনে ভোট গ্রহণ হয়েছে পাকিস্তানে। সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তানে ইমরান সমর্থিত নির্দল প্রার্থীরা জয়ী হয়েছে ১০০এর বেশি আসনে, পিএমএলএন জয়ী হয়েছে ৭১টি আসনে ও পিপিপি জয়ী হয়েছে ৫৩টি আসনে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৩ আসন। এখনও পর্যন্ত কেউ সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে না পারায় ত্রিশঙ্কু পাকিস্তানে জোট সরকারের সম্ভাবনা। সেই পথেই হাঁটতে চলেছে পিএমএলএন ও পিপিপি। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে এই দুই দল একজোট হলেও সংখ্যাগরিষ্ঠতা ছোঁয়ার অবস্থায় নেই। দুই দলের মিলিত আসন দাঁড়াবে ১২৪। তবে জেলবন্দি থেকেও ইমরান খানের এই লড়াই বেস তাৎপর্যপূর্ণ। ফলাফল যত প্রকাশ্যে আসছে কেউ কেউ ইমরান খানকে নেলসন ম্যান্ডেলার সঙ্গেও তুলনা করেছেন।

তবে পাকিস্তানের নির্বাচনের ফল ঘোষণার এত দেরির জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনকে দোষারোপ করেছেন প্রেসিডেন্ট আলভি। সকাল থেকেই গণনা শুরু হলেও, এখনও ফল প্রকাশ হয়নি পাকিস্তানের সাধারণ নির্বাচনের। ফল প্রকাশে এত দেরীর কারণ হিসাবে পাকিস্তানের নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের অ্যাপে কিছু প্রযুক্তিগত সমস্যা হচ্ছে। সেই কারণেই ফল প্রকাশে দেরী হচ্ছে।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...