Tuesday, August 26, 2025

পাকিস্তানে একাই সেঞ্চুরি ইমরানের, সরকার গড়তে একজোট নওয়াজ-বিলাওয়াল

Date:

৪০ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও আটকে পাকিস্তানের নির্বাচনী ফলাফল। ফলঘোষণার আগেই নির্দল হিসেবে লড়াইয়ে নামা ইমরান খানের দল ও নওয়াজ শরিফের পিএমএলএন উভয়েই ঘোষণা করেছেন জয়ী হয়েছে তাঁর দল। ফলে কে সরকার গঠন করতে চলেছে পাকভূমে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এরইমাঝে সরকার গঠনের লক্ষ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএলএন ও আসিফ আলি জারদারির দল পিপিপি জোট গঠনে রাজি হয়েছে। পিপিপির শীর্ষ নেতা বিলাওয়ালের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন নওয়াজ। পাশাপাশি ২৬টি বুথে পুনরায় নির্বাচনের ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে। আগামী ১৫ ফেব্রুয়ারি এই বুথগুলিতে ভোট গ্রহণ হবে।

মোট ২৬৫টি আসনে ভোট গ্রহণ হয়েছে পাকিস্তানে। সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তানে ইমরান সমর্থিত নির্দল প্রার্থীরা জয়ী হয়েছে ১০০এর বেশি আসনে, পিএমএলএন জয়ী হয়েছে ৭১টি আসনে ও পিপিপি জয়ী হয়েছে ৫৩টি আসনে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৩ আসন। এখনও পর্যন্ত কেউ সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে না পারায় ত্রিশঙ্কু পাকিস্তানে জোট সরকারের সম্ভাবনা। সেই পথেই হাঁটতে চলেছে পিএমএলএন ও পিপিপি। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে এই দুই দল একজোট হলেও সংখ্যাগরিষ্ঠতা ছোঁয়ার অবস্থায় নেই। দুই দলের মিলিত আসন দাঁড়াবে ১২৪। তবে জেলবন্দি থেকেও ইমরান খানের এই লড়াই বেস তাৎপর্যপূর্ণ। ফলাফল যত প্রকাশ্যে আসছে কেউ কেউ ইমরান খানকে নেলসন ম্যান্ডেলার সঙ্গেও তুলনা করেছেন।

তবে পাকিস্তানের নির্বাচনের ফল ঘোষণার এত দেরির জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনকে দোষারোপ করেছেন প্রেসিডেন্ট আলভি। সকাল থেকেই গণনা শুরু হলেও, এখনও ফল প্রকাশ হয়নি পাকিস্তানের সাধারণ নির্বাচনের। ফল প্রকাশে এত দেরীর কারণ হিসাবে পাকিস্তানের নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের অ্যাপে কিছু প্রযুক্তিগত সমস্যা হচ্ছে। সেই কারণেই ফল প্রকাশে দেরী হচ্ছে।

Related articles

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...
Exit mobile version