Sunday, November 2, 2025

জোকার বহুতল আবাসনের নীচে উদ্ধার ত.রুণীর দেহ, সু.ইসাইড নোট ঘিরে র.হস্য

Date:

ফের শহরে তরুণীর অস্বাভাবিক মৃত্যু (Mysterious Death)। ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়ল জোকায় (Joka)। পুলিশ সূত্রে খবর, জোকার এক বহুতল আবাসনের নীচ থেকে ১৮ বছর বয়সী এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, তরুণী আত্মহত্যা (Suicide) করেছেন। পাশাপাশি তাঁর ঘরের টেবিল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ আবাসনের নীচে তাঁর দেহ উদ্ধার হয়। রক্তে ভেসে যাচ্ছিল চারদিক। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রাই প্রথমে পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম অনামিকা সর্দার (১৮)। জোকায় ঠাকুরপুকুর থানা এলাকার একটি আবাসনের ১১ তলায় থাকতেন তিনি।

এদিকে ঘটনার তদন্তে নেমে তরুণীর ১১ তলার ফ্ল্যাট থেকে একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটে বসার ঘরের টেবিলের উপর থেকে যে চিঠিটি পাওয়া গিয়েছে, তা হাতে লেখা নয়। ইংরেজিতে টাইপ করে ওই চিঠি লেখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সুইসাইড নোট থেকেই পুলিশের ধারণা, ১১ তলার বারান্দা থেকে নীচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বছর আঠারোর অনামিকা। এদিন ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি তরুণীকে পুলিশ বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও হলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে চিকিৎসকরা অনামিকাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর সারা শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ইতিমধ্যে তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version