Sunday, August 24, 2025

রাজ্যের বাইরে থেকে আসা চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, জারি বিজ্ঞপ্তি

Date:

এবার রাজ্যের বাইরে থেকে বাংলায় চিকিৎসা করতে আসা সব চিকিৎসকের রেজিস্ট্রেশন (registration) বাধ্যতামূলক করল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল (WBMC)। সেই সঙ্গে বেঁধে দেওয়া হল রেজিস্ট্রেশনের সময়সীমাও। চিকিৎসকদের পাশাপাশি ডাক্তারি পড়ুয়াদেরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল মেডিক্যাল কাউন্সিল।

বছরের প্রথমদিন থেকে রাজ্যের ডাক্তারদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এবার আর শুধু বাংলার ডাক্তার নয়, রাজ্যের বাইরে থেকে আসা ডাক্তারদেরও সরকারি পোর্টালে নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করে দিল মেডিক্যাল কাউন্সিল। শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের বাইরে থেকে আসা যে সব ডাক্তার রাজ্যের কোনও না কোনও প্রতিষ্ঠানে চাকরি করেন, অথবা নিয়মিত (regular) বা পর্যায়ক্রমে (periodic) বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাইভেট প্র্যাকটিস (private practice) করেন তাঁদের রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন ছাড়া বাংলার বাইরে থেকে এসে বাংলায় চিকিৎসা করার ওপর জারি হল নিষেধাজ্ঞা।

এর পাশাপাশি যারা বাংলার ভৌগোলিক সীমানার মধ্যে কোনও মেডিক্যাল সংস্থায় ডাক্তারি পড়ছেন তাঁদেরও রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক করল ডব্লুবিএমসি (WBMC)। আগামী তিনমাসের মধ্যে সকলের রেজিস্ট্রেশনের সময়সীমাও বেঁধে দেওয়া হল। এর ফলে বাইরের রাজ্য থেকে কত সংখ্যক ডাক্তার বাংলার ভৌগোলিক সীমানার মধ্যে এসে উপার্যন করছেন, তার একটি বিস্তারিত হিসাব যেমন রাজ্যের কাছে থাকবে। তেমনই কত পড়ুয়া এই রাজ্যে ডাক্তারি পড়ার জন্য আসে তারও হিসাব থাকবে। পরবর্তীকালে ভিনরাজ্যের ডাক্তারদের কোনও সমস্যায় বা রোগী সংক্রান্ত সমস্যায় এই পোর্টাল ও রেজিস্ট্রেশন দেখে পদক্ষেপ নেওয়া রাজ্য সরকারের পক্ষে সহজ হবে।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version