Monday, May 19, 2025

রাজ্যের বাইরে থেকে আসা চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, জারি বিজ্ঞপ্তি

Date:

এবার রাজ্যের বাইরে থেকে বাংলায় চিকিৎসা করতে আসা সব চিকিৎসকের রেজিস্ট্রেশন (registration) বাধ্যতামূলক করল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল (WBMC)। সেই সঙ্গে বেঁধে দেওয়া হল রেজিস্ট্রেশনের সময়সীমাও। চিকিৎসকদের পাশাপাশি ডাক্তারি পড়ুয়াদেরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল মেডিক্যাল কাউন্সিল।

বছরের প্রথমদিন থেকে রাজ্যের ডাক্তারদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এবার আর শুধু বাংলার ডাক্তার নয়, রাজ্যের বাইরে থেকে আসা ডাক্তারদেরও সরকারি পোর্টালে নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করে দিল মেডিক্যাল কাউন্সিল। শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের বাইরে থেকে আসা যে সব ডাক্তার রাজ্যের কোনও না কোনও প্রতিষ্ঠানে চাকরি করেন, অথবা নিয়মিত (regular) বা পর্যায়ক্রমে (periodic) বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাইভেট প্র্যাকটিস (private practice) করেন তাঁদের রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন ছাড়া বাংলার বাইরে থেকে এসে বাংলায় চিকিৎসা করার ওপর জারি হল নিষেধাজ্ঞা।

এর পাশাপাশি যারা বাংলার ভৌগোলিক সীমানার মধ্যে কোনও মেডিক্যাল সংস্থায় ডাক্তারি পড়ছেন তাঁদেরও রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক করল ডব্লুবিএমসি (WBMC)। আগামী তিনমাসের মধ্যে সকলের রেজিস্ট্রেশনের সময়সীমাও বেঁধে দেওয়া হল। এর ফলে বাইরের রাজ্য থেকে কত সংখ্যক ডাক্তার বাংলার ভৌগোলিক সীমানার মধ্যে এসে উপার্যন করছেন, তার একটি বিস্তারিত হিসাব যেমন রাজ্যের কাছে থাকবে। তেমনই কত পড়ুয়া এই রাজ্যে ডাক্তারি পড়ার জন্য আসে তারও হিসাব থাকবে। পরবর্তীকালে ভিনরাজ্যের ডাক্তারদের কোনও সমস্যায় বা রোগী সংক্রান্ত সমস্যায় এই পোর্টাল ও রেজিস্ট্রেশন দেখে পদক্ষেপ নেওয়া রাজ্য সরকারের পক্ষে সহজ হবে।

Related articles

আপনার জন্য গোটা দেশ লজ্জিত: বিজেপি মন্ত্রী শাহর ‘ক্ষমা’ গ্রহণ করল না সুপ্রিম কোর্ট

ভারতীয় সেনা আধিকারিক সোফিয়া কুরেশির (Sofia Qureshi) বিরুদ্ধে কুরুচিকর যে মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah)...

আরসিবি শিবিরে ধাক্কা, দেশে ফিরে গেলেন লুঙ্গি এনগিডি

প্লেঅফে জায়গা কার্যত পাকা করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলে(IPL) যেভাবে এগিয়ে চলছে বিরাট কোহলিরা(Virat Kohli), অনেকেই...

টেকনো ইন্ডিয়া ওয়ার্ল্ড রেসিডেন্সিয়াল স্কুলের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বাংলার উন্নয়নে সদা তৎপর দিদি: সত্যম

টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের (Techno India Group Public School) কোনও রেসিডেন্সিয়াল স্কুল ছিল না। টেকনো ইন্ডিয়া গ্রুপের...

নেত্রীর অনুমোদনে কাজের ভিত্তিতে সিদ্ধান্ত: তৃণমূলের সাংগঠনিক রদবদল নিয়ে জানালেন অভিষেক

“যেখানে যা পরিবর্তন আমাদের নেত্রীর অনুমোদনে হয়েছে। কোথায় কে থাকবেন, না থাকবেন, বিগত দিনে তাঁরা কেমন কাজ করেছেন,...
Exit mobile version