Tuesday, November 11, 2025

কৃষকদের ‘দিল্লি চলো’ আটকাতে ক্ষমতা প্রদর্শন শুরু হরিয়ানা সরকারের!

Date:

কেন্দ্রের কাছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Supporting Price ) নিশ্চিতকরণ-সহ একগুচ্ছ দাবিতেই ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যের কৃষকরা। আগামী মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এই অভিযান শুরু হবে। তার আগেই কৃষকদের আটকাতে কোমর বেঁধে নেমে পড়ল মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar) সরকার । শনিবারই বহু জেলায় বন্ধ করে দিয়েছে ইন্টারনেট পরিষেবা। বন্ধ বাল্ক SMS বা সব রকমের ডঙ্গল পরিষেবা।এর পাশাপাশি শহরের বিভিন্ন রাস্তায় ব্যারিকেট বসানোও শুরু হয়ে গেছে।

লোকসভা নির্বাচনের আগে যে কোন প্রকারে কৃষকদের দমিয়ে দিতে মরিয়া বিজেপি। তাই ক্ষমতা প্রদর্শন করে কৃষকদের আন্দোলন (Farmers’ movement) আটকাতে চাইছে হরিয়ানার সরকার। সংযুক্ত কিসান মোর্চা, কিসান মজদুর মোর্চা সহ ২০০টিরও বেশি কৃষক ইউনিয়নের তরফে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টির জন্য আইন থেকে শুরু করে একাধিক দাবি নিয়েই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে বিজেপি সরকার (BJP Government) শনিবার থেকেই আম্বালা, কুরুক্ষেত্র, জিন্দ, হিসার, সিরসা সহ একাধিক জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে ।আম্বালায় হরিয়ানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে ব্যারিকেড তৈরি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৫০ কোম্পানি পুলিশ। সাধারণ মানুষকেও বিশেষ প্রয়োজন ছাড়া আপাতত পাঞ্জাবে যেতে বারণ করা হয়েছে। কৃষকদের মিছিল রুখতে ত্রিস্তরীয় ব্যারিকেড গড়ে তোলা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানার সীমানা নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে।


Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version