কতটা সুস্থ রাহুল? তৃতীয় টেস্টের আগে নিজেই দিলেন বড় আপডেট

এদিন নেটে ব্যাট করার একটি ভিডিও পোস্ট করেন রাহুল। সেখানে দেখা যাচ্ছে, সাবলীল ভাবে ব্যাট করছেন তিনি। শট খেলতে কোনও সমস্যা হচ্ছে না।

ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন ম্যাচের টেস্ট দল ঘোষণা করেছে ভারতীয় দল। চোট সারিয়ে দলে ফিরেছেন কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা। তবে দলে ফিরলেও তাদের ম্যাচে খেলা নির্ভর করছে বিসিসিআইয়ের চিকিৎসকদের রিপোর্টের ওপর। বিসিসিআইয়ের চিকিৎসকদের রির্পোটের পরেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তবে এরই মধ্যে নিজের ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেলন তাঁর ব্যাটিং অনুশীলন।

এদিন নেটে ব্যাট করার একটি ভিডিও পোস্ট করেন রাহুল। সেখানে দেখা যাচ্ছে, সাবলীল ভাবে ব্যাট করছেন তিনি। শট খেলতে কোনও সমস্যা হচ্ছে না। পেশির চোটে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। রাহুল থাকলে ভারতের মিডল অর্ডার অনেকটা শক্তিশালী হয়। তাই তৃতীয় টেস্টে সুস্থ রাহুলকে চাইছে ভারতীয় দল।ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলেছিলেন রাহুল। প্রথম ইনিংসে ৮৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। তারপরেও হারের মুখ দেখেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টের আগে জানা যায়, পেশিতে টান ধরেছে রাহুলের। ফলে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। সেই টেস্টে রাহুলের বদলে খেলেন রজত পতিদার। রাহুল না খেললেও জেতে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরান রোহিত শর্মারা।

আরও পড়ুন- কেরলের বিরুদ্ধে চাপে বাংলা, জয়ের জন্য মনোজদের দরকার ৩৭২




Previous articleপদত্যাগ করলেন হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট! কিন্তু কেন?
Next articleদাদাদের পর ব্যর্থ ভাইয়েরাও, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ট্রফি হাতছাড়া টিম ইন্ডিয়া