Tuesday, August 26, 2025

পলিটেকনিকে মহিলা আসন সংরক্ষণ, ভোকেশনাল ট্রেনিং নিয়েও বড় সিদ্ধান্ত রাজ্যের!

Date:

পলিটেকনিক কলেজে (Reservation in Polytechnic College) এবার মহিলাদের জন্য আসন সংরক্ষণে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government of West Bengal)। আইটিআই (ITI) এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারে মহিলাদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে বলে জানা যাচ্ছে। আসলে প্রযুক্তিগত পড়াশোনা বা ট্রেনিং এর ক্ষেত্রে পুরুষদের সংখ্যা বেশি হওয়ার কারণে মহিলাদের নিয়ে কেউ ভাবতে চায় না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা নিজেদের দক্ষতা প্রমাণ করেছে, তাই সেই মেয়েদের আরও উৎসাহ দিতে পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকার।রাজ্যের যে ৩,১৪৭টি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (ITI), পলিটেকনিক কলেজ এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, সেখানে ২০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন মহিলারা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানা যাচ্ছে। প্রযুক্তিগত চাকরির পরিসরে যাতে মহিলাদের সুযোগ বাড়ে সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।

রাজ্যের পলিটেকনিক, আইটিআই এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সব কোর্সেই মহিলাদের এই আসন সংরক্ষণ থাকছে। তবে দ্বিতীয় পর্বের কাউন্সেলিংয়ের পরও যদি আসন ফাঁকা থাকে, তাহলে সেগুলিতে আর এই নিয়ম কার্যকর করা হবে না। সেখানে যোগ্যতার ভিত্তিতে মহিলা পুরুষ নির্বিশেষে যে কেউ ভর্তি হতে পারবেন। পাশাপাশি জেলাভিত্তিক আসন সংরক্ষণের নিয়ম চালু করতে চলেছে সরকার। যে জেলায় সংশ্লিষ্ট পলিটেকনিক কলেজ, আইটিআই এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, সেই জেলার পড়ুয়াদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। বাকি ৫০ শতাংশ আসনে অন্য জেলার পড়ুয়ারা নিয়ম মেনে ভর্তি হতে পারবেন।


Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version