Monday, August 25, 2025

তৃণমূলের রাজ্যসভার প্রার্থী ঘোষণা: ৪ জনের তালিকায় বড় চমক! রয়েছেন এক বর্তমান সাংসদ

Date:

লোকসভার আগেই রাজ্যসভার ভোট। নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল (TMC)। রবিবার তৃণমূলের এক্স হ্যান্ডলে (X Handle) চার প্রার্থীর নাম জানানো হয়েছে। প্রার্থী হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব (Susmita Dev), সাংবাদিক সাগরিকা ঘোষ (Sagarika Ghosh), মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur) ও রাজ্যসভার সাংসদ নাদিমুল হক।

প্রার্থী তালিকায় জায়গা পাননি রাজ্যসভার পুরোনো তিন সাংসদ। পুরোনোদের মধ্যে রাজ্যসভায় দক্ষিণ ২৪ পরগনা জেলা (সদর) তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীররঞ্জন বিশ্বাস ও শান্তনু সেন মনোনয়ন পাননি। শুধুমাত্র নাদিমুল হকই আবার প্রার্থী হয়েছেন। এই নিয়ে তিন বার তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাবেন নাদিমুল। অন্য ৩ জনের মধ্যে এর আগে রাজ্যসভায় ছিলেন সুস্মিতা দেব। রাজ্যসভার সাংসদ হিসেবে গত বছরই তাঁর মেয়াদ ফুরিয়েছে। কিন্তু তখন তাঁকে প্রার্থী করা হয়নি।

মমতাবালা ঠাকুর ছিলেন লোকসভার সাংসদ। ২০১৫ সালের লোকসভা উপনির্বাচনে বনগাঁ আসন থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হন। কিন্তু গতবার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন ঠাকুরনগরের মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি। এবার তাঁকে রাজ্য়সভার প্রার্থী করে পাঠাচ্ছেন তৃণমূল সুপ্রিমো।

সেই হিসেবে একেবারেই অনকোরা মুখ সাংবাদিক-উপস্থাপিকা সাগরিকা ঘোষ। যদিও সাংবাদিক হিসেবে তিনি অত্যন্ত পরিচিত। ‘টাইমস অব ইন্ডিয়া’, ‘আউটলুক’, ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’, সিএনএন-আইবিএন, বিবিসি ওয়ার্ল্ডের মতো বিভিন্ন নামী প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি, অজস্র বই লিখেছেন সাগরিকা। তাঁর স্বামী রাজদীপ সরদেশাই জাতীয় সাংবাদিকতার জগতে অত্যন্ত জনপ্রিয় নাম। প্রার্থী তালিকায় সাগরিকার নাম নিঃসন্দেহে একটা চমক।

আরও পড়ুন: ‘দলবিরোধী কথা’, কংগ্রেস থেকে বহিষ্কার ‘বিতর্কিত’ প্রমোদ কৃষ্ণণকে

দেশের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার ৫ সাংসদের ৬ বছরের মেয়াদ ফুরোচ্ছে ২ এপ্রিল। ২৭ ফেব্রুয়ারি এই শূন্যস্থানে ভোট। রাজ্যসভা ভোটে এবার চার আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত।

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version