Saturday, November 8, 2025

চৌধুরি চরণ সিং কেন ভারতরত্ন, প্রশ্ন শুনেই মেজাজ হারালেন জগদীপ ধনখড়

Date:

সংসদের বাজেট অধিবেশনের শেষ দিনে কংগ্রেস সাংসদদের সঙ্গে বচসায় জড়ালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। কংগ্রেস সভাপতি সাংসদ মল্লিকার্জুন খাড়গকে দলের অন্যান্য সাংসদদের সংযত থাকার নির্দেশ দেন। যদিও তার পরেও কংগ্রেস সাংসদরা শান্তিপূর্ণভাবে চৌধুরি চরণ সিংকে ভারতরত্নের মতো দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়া নিয়ে আলোচনা চাইলে তা চালানোর প্রক্রিয়া নিজেই ভেস্তে দেন জগদীপ ধনকড়। সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি আরএলডি নেতা জয়ন্ত চৌধুরির এনডিএ জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তার আগে জয়ন্ত চৌধুরিকে সন্তুষ্ট রাখাই বিজেপির উদ্দেশ্য কী না, ধনকড়ের আচরণের পর সেই সম্ভাবনাই উঁকি দিচ্ছে।

শুক্রবার ঘোষণা হয়েছিল দুই প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও ও চৌধুরি চরণ সিং-কে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে। সেই সিদ্ধান্তের ওপর প্রশ্ন তুলে শনিবার অধিবেশনের শেষ দিনে আলোচনার দাবি জানান রাজ্যসভার কংগ্রেস সাংসদরা। জয়ন্ত চৌধুরি সরকারকে ধন্যবাদ জানান স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করার জন্য। সেখানেই কংগ্রেসের জয়রাম রমেশ প্রশ্ন তোলেন এই সম্মান তুষ্ট করার রাজনীতি, এই বিষয়ে। তাতেই ক্ষুব্ধ হন জগদীপ ধনকড়। কংগ্রেস সাংসদদের আলোচনা চালানোয় বাধা দেন।

এরপরই বিতর্ক চরমে ওঠে। কংগ্রেস সভাপতি খাড়গে তখনই রাজ্যসভার রুলবুক নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেস সাংসদদের দাবি একই বিষয়ে জয়ন্ত চৌধুরিকে বলতে দেওয়া হলেও মুখ বন্ধ করার চেষ্টা করা হয় বিরোধীদের। কার্যত ‘অপমানিত’ জগদীপ ধনকড় মল্লিকার্জুন খাড়গেকে প্রশ্ন করেন তিনি এমন আচরণ কেন করেন যাতে মনে হয় রাজ্যসভার চেয়ারম্যান ছাত্র এবং কংগ্রেস সভাপতি শিক্ষক।

Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...
Exit mobile version