Sunday, August 24, 2025

সাংবাদিক সৌম্যা খুনে চার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে জামিন দিল্লি হাই কোর্টের

Date:

Share post:

দীর্ঘ ১৩ বছর পর সাংবাদিক সৌম্যা বিশ্বনাথনের চার হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল দিল্লির সাকেত আদালত। সোমবার হাই কোর্ট সেই খুনিদের জামিন মঞ্জুর করল। সাংবাদিককে খুনের সাজা হিসাবে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল গত নভেম্বরে। এরপরই ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা উচ্চ আদালতে আবেদন করেন। সেখানেই সোমবার তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।দিল্লি হাই কোর্টের বিচারপতি সুরেশকুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, সাজা চ্যালেঞ্জ করে ওই চার জনের আবেদন উচ্চ আদালতে যত দিন বিচারাধীন থাকবে, তত দিন পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশ স্থগিত থাকবে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর অফিস থেকে বাড়ি ফেরার পথে নয়া দিল্লির বসন্ত বিহার এলাকায় খুন হন টিভি সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন। ১৩ বছর পর অবশেষে তাঁর হত্যা রহস্যের সমাধান হয়। সৌম্যা বিশ্বনাথনকে হত্যর দায়ে ৫ দুষ্কৃতীকে দোষী সাব্যস্ত করে দিল্লির এক আদালত। জিগিষা ঘোষ নামে এক তথ্য প্রযুক্তি কর্মীর হত্যার তদন্তে নেমেই সৌম্যা বিশ্বনাথনের হত্যাকারীদের সন্ধান পায় পুলিশ। একজনের হাতের ট্যাটু, একজন পুলিশকর্মীর কাছ থেকে চুরি যাওয়া একটি ওয়্যারলেস সেট এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই এই দুই হত্যা রহস্য সমাধান হয়।

জিগিষা ঘোষ হত্যাকাণ্ডে অভিযুক্তরা পুলিশি জেরায় সৌম্য বিশ্বনাথনকে হত্যার কথা স্বীকার করে। খুনিরা হলেন রবি কপূর, অমিত শুল্ক, বলজিৎ সিংহ মালিক এবং অজয় কুমার। এঁরা প্রত্যেকেই যাবজ্জীবন কারাদণ্ড পান। এ ছাড়া, অজয় শেট্টি নামের আরও এক অভিযুক্তকে তিন বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ আপাতত বাতিল করে উচ্চ আদালত জানিয়েছে, গত ১৪ বছর ধরে এই চার জন জেল হেফাজতে রয়েছেন। যত দিন তাঁদের আবেদন আদালতে বিচারাধীন, তত দিনের জন্য তাঁদের জামিন মঞ্জুর করা হচ্ছে।

 

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...