প্রতারণার জালে আটকা পড়লেন খোদ পুলিশ অফিসার। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আইআরএস) অফিসারকে বিয়ে করেছিলেন উত্তরপ্রদেশের পুলিশের ডিএসপি শ্রেষ্ঠা ঠাকুর। বিয়ের পর জানতে পারলেন তাঁর স্বামী পরিচয় ভাঁড়িয়েছেন। বিষয়টি জানা মাত্রই ভুয়ো আইআরএস অফিসারের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্ত হলেন পুলিশ আধিকারিক।

উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি শ্রেষ্ঠা ঠাকুরকে অবশ্য লেডি সিংহম নামেই বেশি পরিচিত তিনি। ভয়ডরহীন এই অফিসারের ভয়ে কাঁপেন উত্তরপ্রদেশের দাগি অপরাধীরা। সেই তিনি এবার বৈবাহিক অপরাধের শিকার হওয়ায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৮ সালে একটি বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটে রোহিত রাজ নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় শ্রেষ্ঠার। রোহিত নিজেকে আইআরএস অফিসার হিসাবে পরিচয় দেন। সেই পরিচয় গড়ায় বিয়ে পর্যন্ত। ধুমধাম করে বিয়ে সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে শ্রেষ্ঠার কাছে গোটা বিষয়টি স্পষ্ট হয়। তিনি জানতে পারেন, তাঁর স্বামী আইআরএস অফিসার নন। এরপর স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি ফিরে আসেন শ্রেষ্ঠা। শুরু হয় বিবাহবিচ্ছেদ মামলা। সেই সঙ্গে রোহিতের নামে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন।

উল্লেখ্য, ২০১২ সালে শ্রেষ্ঠা সফল ভাবে আইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। তার পর শুরু করেন পুলিশের চাকরি। অতীতে অনেক বার তাঁর নাম সংবাদের শিরোনামে উঠে এসেছে। রাজ্যের শাসকদলের ‘দাদাগিরি’র বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। যার জন্য বদলিও হতে হয়। তবে এত কিছুর পরেও দমে যাননি। নিজের কর্তব্যে অবিচল থেকেছেন। সেই অফিসার এমন ভাবে প্রতারিত হয়েছেন, তা বিশ্বাসই করতে পারছেন না তাঁর সহকর্মীরা।
