Thursday, November 13, 2025

এবার সন্দেশখালি যাবেন তৃণমূলের প্রতিনিধিরা। সন্দেশখালি থানা এলাকায় আপাতত জারি রয়েছে ১৪৪ ধারা। সেই কারণে সন্দেশখালি সংলগ্ন যে এলাকায় ১৪৪ ধারা নেই, সেই এলাকায় যাচ্ছে তৃণমূল প্রতিনিধি দল। মঙ্গলবার ওই এলাকায় যাবেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোকে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে রবিবার ১৪৪ ধারা তুলে নেওয়া হতে পারে। ওইদিনই শান্তিসভা করবে তৃণমূল। থাকবেন পার্থ ভৌমিক, রথীন ঘোষ, নারায়ণ গোস্বামী, ব্রাত্য বসু, তাপস রায়, সুকুমার মাহাতো, নির্মল ঘোষ এবং সুজিত বসু।

যদিও সোমবারও ইডির হাজিরা এড়িয়েছেন শাহজাহান। এই নিয়ে তিনবার হাজিরা দিলেন না তিনি। তার অন্তর্ধান রহস্যের এখনও কিনারা হয়নি। তারই মাঝে শাহজাহান এবং তার অনুগামীদের গ্রেফতারির দাবিতে অশান্ত সন্দেশখালি। এই আবহে অন্তরালে থাকা শাহজাহানের হয়ে সোমবার আদালতে আইনজীবী তার মক্কেলকে গ্রেফতার করা হবে না এই শর্তে আগাম জামিনের আবেদন করেন। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়।

তিনদিন ধরে দফায় দফায় অশান্তি লেগেই রয়েছে সন্দেশখালি থানার ত্রিমোহিনী থেকে কাহারপাড়া, দাশপাড়া ও পাত্রপাড়ার মতো একাধিক গ্রামে। অগ্নিসংযোগ, ভাঙচুর, মহিলাদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা। অশান্তি সামাল দিতে শুক্রবার গভীর রাত থেকে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।এখনও পর্যন্ত আটজনকে পুলিশ গ্রেফতার করেছে। তবে সব জেনেও শনি এবং রবিবার বাম এবং বিজেপি প্রতিনিধি দল সন্দেশখালিতে যাওয়ার চেষ্টা করে। যদিও মাঝপথেই পুলিশি বাধার মুখে পড়েন রাজনৈতিক নেতা-কর্মীরা। তাই ১৪৪ ধারার বাইরে থাকা এলাকায় যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version