Monday, August 25, 2025

‘রামায়ণ কল্পকাহিনী’, বিজেপি বিধায়কের রোষে চাকরি গেল শিক্ষিকার

Date:

রামায়ণকে কল্পকাহিনী বলার জের বিজেপি বিধায়কের রোষের মুখে পড়ে চাকরি গেল শিক্ষিকার। ঘটনা কংগ্রেস শাসিত কর্নাটকে। যদিও ধর্মীয় বিতর্কে স্থানীয় বিজেপি বিধায়ক ও একটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর লাগাতার বিক্ষোভের জেরে চাকরি হারাতে হল ওই শিক্ষিকাকে। হিন্দুত্ববাদীদের আরও অভিযোগ, ওই শিক্ষিকা স্কুলে পড়ানোর সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেও আপত্তিকর মন্তব্য করেছেন। গোটা ঘটনার নেপথ্যে রয়েছেন ম্যাঙ্গালুরু সিটি দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক ডি বেদব্যাস কামাথ।

কর্নাটকের সেন্ট গেরোসা ইংলিশ এইচআর প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকার বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের অভিযোগ, রামায়ণ-মহাভারতকে কাল্পনিক বলার পাশাপাশি মোদির নামে কুৎসা করেছেন শিক্ষিকা। মোদিকে নিন্দা করতে ২০০২ সালের গোধরা দাঙ্গা, বিলকিস বানো মামলার প্রসঙ্গ টানেন। তাঁদের দাবি, শিশু মনে ঘৃণার অনুভূতি জাগিয়েছেন উনি। এই ঘটনার জেরে গত শনিবার থেকে শুরু হয় বিক্ষোভ। সোমবার সেই বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়কও। শিক্ষিকাকে অবিলম্বে বহিষ্কারের দাবি তোলা হয়।

বিধায়কের বক্তব্য, “স্কুলে এমন শিক্ষককে রাখা হবে কেন?” অভিযোগ করেন, ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রীদের সিস্টাররা টিপ পরতে বারণ করেন।”… ভগবান রামকে দুধ দিয়ে স্নান করানোকে অপচয় বলেন। “যদি আপনার বিশ্বাসে কেউ আঘাত করে, নিশ্চিয়ই চুপ করে থাকবেন না।” বিধায়ক সরব হতেই ঘটনার তদন্তে নামে ডেপুটি ডিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন (DDPI)। বরখাস্ত করা হয় অভিযুক্ত শিক্ষিকাকে। এক বিবৃতিতে স্কুলের তরফে জানানো হয়েছে, “৬০ বছরের পুরনো স্কুলে এমন ঘটনা প্রথমবার ঘটেছে। পারস্পরিক সহমর্মিতা এবং বিশ্বাস গড়ে তোলাই লক্ষ্য।” এদিকে শিক্ষিকাকে বরখাস্ত করার ঘটনায় ‘ধর্ম নিরপেক্ষ’ কংগ্রেস সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version