Saturday, November 8, 2025

রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ! রেশন বন্টন মামলায় ইডির জালে শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী

Date:

রেশন বন্টন মামলায় ফের ইডির (Enforcement Directorate) জালে এক ব্যবসায়ী (Businessman)। সরস্বতী পুজোর (Saraswati Pujo) দিন সাতসকালে সল্টলেক (Saltlake) থেকে বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীকে (Businessman) গ্রেফতার (Arrest) করা হয়েছে বলে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গ্রেফতার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের ঘনিষ্ঠ তিনি। বিশ্বজিৎকে গ্রেফতার করে রেশন বন্টন মামলার কিনারা করতে চাইছে ইডি। তবে সময় গড়ালেও রেশন বন্টন মামলার তদন্ত এখনও তিমিরেই। লাগাতার এই মামলায় গ্রেফতার হওয়া ‘অভিযুক্তদের’ জিজ্ঞাসাবাদ করলেও কোনও সুরাহা হয়নি। উল্টে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের এই ‘প্রতিহিংসাপরায়ণ রাজনীতি’ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।

রেশন বন্টন মামলায় মামলায় এর আগে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যবসায়ী বাকিবুর রহমান ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তবে তাঁদের জেরা করে কিছুই উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা। উল্টে একাধিকবার হাই কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের। বুধবার শঙ্কর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেফতার ইডি। বিশ্বজিৎ দাস নামে ওই ব্যক্তির একাধিক ব্যবসা রয়েছে বলে খবর।

মঙ্গলবারই সল্টলেক, বাগুইআটি-সহ শহরের একাধিক প্রান্তে হানা দেয় ইডি। ওই ব্যবসায়ীর একাধিক ফ্ল্যাটে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে মঙ্গলবার সল্টলেকে বিশ্বজিতের প্রাসাদোপম বাড়িতে যখন তল্লাশি চলছে তখন ব্যবসায়ী বাড়িতে ছিলেন না। পরে অবশ্য তিনি বাড়িতে আসেন। এরপর মঙ্গলবার রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালেই ব্যবসায়ীকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version