Saturday, August 23, 2025

রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ! রেশন বন্টন মামলায় ইডির জালে শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী

Date:

রেশন বন্টন মামলায় ফের ইডির (Enforcement Directorate) জালে এক ব্যবসায়ী (Businessman)। সরস্বতী পুজোর (Saraswati Pujo) দিন সাতসকালে সল্টলেক (Saltlake) থেকে বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীকে (Businessman) গ্রেফতার (Arrest) করা হয়েছে বলে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গ্রেফতার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের ঘনিষ্ঠ তিনি। বিশ্বজিৎকে গ্রেফতার করে রেশন বন্টন মামলার কিনারা করতে চাইছে ইডি। তবে সময় গড়ালেও রেশন বন্টন মামলার তদন্ত এখনও তিমিরেই। লাগাতার এই মামলায় গ্রেফতার হওয়া ‘অভিযুক্তদের’ জিজ্ঞাসাবাদ করলেও কোনও সুরাহা হয়নি। উল্টে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের এই ‘প্রতিহিংসাপরায়ণ রাজনীতি’ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।

রেশন বন্টন মামলায় মামলায় এর আগে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যবসায়ী বাকিবুর রহমান ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তবে তাঁদের জেরা করে কিছুই উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা। উল্টে একাধিকবার হাই কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের। বুধবার শঙ্কর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেফতার ইডি। বিশ্বজিৎ দাস নামে ওই ব্যক্তির একাধিক ব্যবসা রয়েছে বলে খবর।

মঙ্গলবারই সল্টলেক, বাগুইআটি-সহ শহরের একাধিক প্রান্তে হানা দেয় ইডি। ওই ব্যবসায়ীর একাধিক ফ্ল্যাটে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে মঙ্গলবার সল্টলেকে বিশ্বজিতের প্রাসাদোপম বাড়িতে যখন তল্লাশি চলছে তখন ব্যবসায়ী বাড়িতে ছিলেন না। পরে অবশ্য তিনি বাড়িতে আসেন। এরপর মঙ্গলবার রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালেই ব্যবসায়ীকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

 

 

 

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version