Thursday, August 28, 2025

সন্দেশখালি যেন ত্রাসের রাজ্য! গত কয়েকদিন ধরে এমন চেহারা তুলে ধরতে চাইছে বিরোধীরা। গভীর রাতে মহিলাদের ডেকে নাকি মিটিং হত! এসব অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। এবার যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদেরই একজন তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা সংবাদমাধ্যমকে জানালেন, “এই সবই বিরোধীদের চক্রান্ত”। তাঁর পাল্টা দাবি, “এই অপপ্রচারে আরও শক্তিশালী হবে তৃণমূল”। শিবু হাজরা (Shibu Hazra) স্পষ্ট জানান, “রাজনৈতিক বৈঠক হত। জোর করে কাউকে আনা হত না”। এইসব অপপ্রচার সিপিএমের (CPIM) প্রাক্তন বিধায়কের চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে শিবু হাজরা বলেন, ‘‘সবই ভিত্তিহীন অভিযোগ। এর নেপথ্যে রয়েছেন সিপিএমের নিরাপদ সর্দার এবং বিজেপির বিকাশ সিংহ। ওঁরা মানুষকে উত্ত্যক্ত করছেন। আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’’

শিবুর কথায়, ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে বুধবার বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। CPIM ও BJP মিলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পাল্টা গত বাম জমানার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন শিবু হাজরা (Shibu Hazra)। তাঁর অভিযোগ, “বাম জমানায় সন্দেশখালিতে দিনে দুপুরে খুন হত। আমার ওপরেও অনেক অত্যাচার করেছে। সিপিএমের অত্যাচারে আমি বাড়ি ফিরতে পারতাম না।”

আর পড়ুন: অভিষেকের নির্দেশে চোপড়ার মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য! বৃহস্পতিবার রাজভবনে তৃণমূল

মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ নিয়ে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে শিবু বলেন, “আমি কাউকে রাতে ডাকিনি। দলের মিটিং থাকলে খবর দেওয়া হত। সেখানে হাজির হওয়ার জন্য কাউকে কখনও জোর করা হয়নি।”

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version