Sunday, November 9, 2025

বাম-বিজেপির চক্রান্তেই অশান্ত সন্দেশখালি! অভিযোগ শিবু হাজরার

Date:

সন্দেশখালি যেন ত্রাসের রাজ্য! গত কয়েকদিন ধরে এমন চেহারা তুলে ধরতে চাইছে বিরোধীরা। গভীর রাতে মহিলাদের ডেকে নাকি মিটিং হত! এসব অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। এবার যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদেরই একজন তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা সংবাদমাধ্যমকে জানালেন, “এই সবই বিরোধীদের চক্রান্ত”। তাঁর পাল্টা দাবি, “এই অপপ্রচারে আরও শক্তিশালী হবে তৃণমূল”। শিবু হাজরা (Shibu Hazra) স্পষ্ট জানান, “রাজনৈতিক বৈঠক হত। জোর করে কাউকে আনা হত না”। এইসব অপপ্রচার সিপিএমের (CPIM) প্রাক্তন বিধায়কের চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে শিবু হাজরা বলেন, ‘‘সবই ভিত্তিহীন অভিযোগ। এর নেপথ্যে রয়েছেন সিপিএমের নিরাপদ সর্দার এবং বিজেপির বিকাশ সিংহ। ওঁরা মানুষকে উত্ত্যক্ত করছেন। আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’’

শিবুর কথায়, ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে বুধবার বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। CPIM ও BJP মিলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পাল্টা গত বাম জমানার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন শিবু হাজরা (Shibu Hazra)। তাঁর অভিযোগ, “বাম জমানায় সন্দেশখালিতে দিনে দুপুরে খুন হত। আমার ওপরেও অনেক অত্যাচার করেছে। সিপিএমের অত্যাচারে আমি বাড়ি ফিরতে পারতাম না।”

আর পড়ুন: অভিষেকের নির্দেশে চোপড়ার মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য! বৃহস্পতিবার রাজভবনে তৃণমূল

মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ নিয়ে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে শিবু বলেন, “আমি কাউকে রাতে ডাকিনি। দলের মিটিং থাকলে খবর দেওয়া হত। সেখানে হাজির হওয়ার জন্য কাউকে কখনও জোর করা হয়নি।”

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version