Saturday, August 23, 2025

চোপড়ায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃ.ত্যু! কারণ অনুসন্ধানে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল

Date:

চোপড়ায় মাটি ধ্বসে মৃত চার শিশুর ঘটনা খতিয়ে দেখতে বুধবার রাতে চেতনাগছ গ্রামে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন তুলিকা দাস, সুদেষ্ণা রায়, অনন্যা চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, সোমবার চেতনাগছ গ্রামে সীমান্ত এলাকায় নিকাশীনালার খননকার্য চলাকালীন মাটি ধ্বসে চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর। তবে ওই এলাকার কার অনুমতিতে নিকাশীনালা খোঁড়া হচ্ছিল, তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা। এনিয়ে ইতিমধ্যে বিএসএফের গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন- সংযুক্ত আরব আমিরশাহীতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন মোদির

ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি এদিন পরিবারের সাথে দেখা করে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। এদিন রাজ্য কমিশনের প্রতিনিধিদের সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত শিশুদের পরিবারের সদস্যরা। এদিন কমিশনের সদস্যা অনন্যা চট্টোপাধ্যায় জানান, কোনও ভাবেই এই গাফিলতি মানা সম্ভব নয়। কেন্দ্রীয় বাহিনীর ঔদ্ধত্য এতটাই বেশি যে জেলা প্রশাসনের অনুমতিও নেওয়া হয়নি এত বড় গর্ত তৈরির জন্য। অন্যদিকে কমিশনের প্রধান তুলিকা দাস জানান, যেখানে সবসময় বাচ্চারা খেলে সেখানে এত দায়িত্বজ্ঞানহীন ভাবে কাজ করতে পারে না বিএসএফ। বিএসএফ-এর কাছে এই বিষয়ের কারন জানতে চাওয়া হবে। আগামী দিনে তারা কি ধরনের ব্যবস্থা নেবেন এই সব কাজের ক্ষেত্রে সেবিষয়েও জবাব চাওয়া হবে। রাজ্যপাল কেন চোপড়ার এই মর্মান্তিক ঘটনার পর এলেন না সেই বিষয়েও দৃষ্টি আকর্ষণ করা হবে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version