Thursday, December 18, 2025

সন্দেশখালিকাণ্ডে অগ্নিমিত্রার ষড়যন্ত্রের অডিও টেপ ফাঁস, ধুয়ে দিলেন তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

বিজেপির পরিকল্পিত ‘সন্দেশখালি মিশন’ চক্রান্ত ফাঁস। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের একটি অডিও ক্লিপ প্রকাশ করে ট্যুইট করেছে তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে বিজেপিকে একহাত নিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। বৃহস্পতিবার রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলের চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, সন্দেশখালি ইস্যুতে জানিয়েছেন, রাজ্যপাল আশ্বস্ত করেছেন যে তিনি এই ইস্যুতে একতরফা দৃষ্টিভঙ্গি করবেন না বা শুধুমাত্র বিজেপি নেতাদের কথা শুনবেন না। রাজ্যপালের রিপোর্ট কার্ড প্রসঙ্গে প্রতিনিধিদল জানিয়েছে এটা পক্ষপাতমূলক ও একতরফা। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল অগ্নিমিত্রা পালের অডিও ক্লিপ প্রসঙ্গে জানিয়েছে, বিশেষভাবে অগ্নিমিত্রা পালের অডিওতে পরিষ্কার সন্দেশখালি নিয়ে বিজেপির চক্রান্ত ও ষড়যন্ত্র।

এদিকে অগ্নিমিত্রার অডিও ক্লিপ প্রসঙ্গে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র জানিয়েছেন, “বিজেপি নিয়ন্ত্রিত জাতীয় মহিলা কমিশন সন্দেশখালি পরিদর্শন করেছে এবং কোথাও ধর্ষণের রিপোর্ট নেই৷ পুলিশ সহিংসতার অন্যান্য সমস্ত রিপোর্ট দেখে ব্যবস্থা নিচ্ছে। এর মাঝে বিজেপি নেতারা ভুয়ো প্রচারের মাধ্যমে বিষয়গুলিকে বড় করার চেষ্টা করেছে। একইসঙ্গে ট্যুইটারে অগ্নিমিত্রা পালের অডিও ক্লিপ দিয়ে ট্যুইট করে ‘মারাত্মক’ বলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

অডিও ক্লিপে জনৈক ব্যক্তিকে অগ্নিমিত্রা পাল বলছেন, সন্দেশখালিতে বিজেপি বিধায়করা যাবে অশান্তি করতে। যেভাবেই হোক সেখানে গন্ডগোল করতে হবে। সেই ঘটনাকে সামনে রেখে আমরা সিবিআই তদন্তের দাবি করব। তখনই ফোনের ওপার থেকে সেই ব্যক্তি বলেছেন, সন্দেশখালিকে আরও একটা সিঙ্গুর-নন্দীগ্রাম বানাতে পারি অশান্তি করে। এর উত্তরে অগ্নিমিত্রা বলছেন, হ্যাঁ সেটা করলেই ভালো হয়। তাতে সুবিধেই হবে। যেভাবেই হোক অশান্তি, গন্ডগোল করতেই হবে ওখানে। এতে বিজেপির অনেক ফায়দা। গত কয়েকদিন ধরে সন্দেশখালিতে তুমুল অশান্তি করছে রাম-বাম। এই অশান্তি যে পরিকল্পিত এখন তা স্পষ্ট। এভাবে লোকসভা নির্বাচনের আগে বাংলাকে অশান্ত করতে বিজেপির ঘৃণ্য, ন্যক্কারজনক চক্রান্ত সামনে চলে এল।

spot_img

Related articles

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...