Thursday, August 21, 2025

ছোট্ট পদক্ষেপে বেঁচেছে একাধিক প্রাণ! চোপড়ার সেই ‘সাহসী মেয়ে’ই পেলেন ‘বীরাঙ্গনা সম্মান’

Date:

শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অশান্ত উত্তর দিনাজপুরের চোপড়া (Chopra)। এবার সেদিনের ভয়াবহ দুর্ঘটনার খবর দিয়ে বড় সম্মান পেলেন গ্রামের একরত্তি মেয়ে। দুর্ঘটনার খবর দেওয়া তরুণীর হাতে এদিন বীরঙ্গনা সম্মান (Birangana Samman) তুলে দেওয়া হয়। মেয়েটি সেদিন খবর না দিলে আরও শিশুর (Child) প্রাণ যেতেই পারত। সেকারণেই বৃহস্পতিবার সাহসিকতার জন্য লায়লা বাবুকে (Laila Babu) বীরঙ্গনা সম্মান দিল শিশু সুরক্ষা কমিশন (State Child Rights Protection Commission) । উত্তর দিনাজপুরের চোপড়ায় চেতনাগছ বিএসএফ-এর (BSF) গাফিলতিতে প্রাণ গিয়েছে চার শিশুর। ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। আর দুর্ঘটনার দিন চরম সাহসিকতার পরিচয় দিয়ে এবার সম্মানিত হল গ্রামের এক শিশু।

কমিশন সূত্রে খবর, ওইদিন ঘটনাস্থলেই দাদা তালেব আলমের সঙ্গে খেলছিল মেয়েটি। খেলতে খেলতে চোখের সামনে দাদা-কে বিএসএফের খোঁড়া ড্রেনে পড়ে যেতে দেখে বোন। এরপর তাঁর বাকি সঙ্গীদেরও একে একে সেখানে পড়ে যেতে দেখে। ছোট্ট মেয়েটি সেদিন ভয় না পেয়ে ছুটে আসে গ্রামে। চিৎকার করে সকলকে জানায় দুর্ঘটনার কথা। এরপর তড়িঘড়ি বাসিন্দারা পৌঁছন দুর্ঘটনাস্থলে। ঘটনায় শিশু কমিশনের সদস্যরা ওই মেয়ের সাহসিকতার প্রশংসা করেছেন। এদিকে ঘটনার তদন্তে নেমে রাজ্য কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস জানান, গ্রামে বেশিরভাগ মানুষই দিনমজুর পরিবারের। বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ায় কাঁটা তার পার করে মাঠে কাজ করতে যান গ্রামের পুরুষরা। কাজ করার জন্য বিএসএফ সকালে বর্ডার গেট খুলে দেন। কাজ শেষে আবার বাড়ি ফেরেন তাঁরা। এদিনের মৃত্যুর ঘটনা হয়তো আরও পরে জানতে পারতেন গ্রামবাসীরা। কিন্তু দ্রুততার সঙ্গে দুর্ঘটনার কথা সকলকে জানায় লায়লা বাবু। নাহলে আরও বড় বিপদ ঘটতেই পারত।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version