স্বচ্ছ ভারত মিশনে সেরা বাংলা: যোগীরাজ্যে স্বচ্ছতার পাঠ দেবেন রাজ্যের আধিকারিকরা

রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি নেতারা যতই সরব হোক না কেন, বাংলার তৃণমূল সরকারের কাজ বারবার আদায় করে নিয়েছে দেশের সেরার পুরস্কার। অন্যান্য একাধিক প্রকল্পের পাশাপাশি এই তালিকায় রয়েছে বাংলার স্বচ্ছ ভারত মিশন। এই প্রকল্পে বাংলা কীভাবে কাজ করছে তা দেশের বাকি রাজ্যগুলির কাছে তুলে ধরতে চায় দিল্লি। সম্প্রতি কেন্দ্রীয় সচিব রাজ্যে এসেও সেকথা জানিয়ে গিয়েছেন। সেইমতো শুক্রবার থেকে যোগীরাজ্যে শুরু হওয়া এক সেমিনারে যোগ দিতে যাচ্ছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। দুদিন ব‌্যাপী অনুষ্ঠানে এই প্রকল্পের কাজ বাংলায় কীভাবে হয়েছে, তাই অন‌্যান‌্য রাজ্যের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে। বাংলার স্বচ্ছ ভারত মিশনের ডিরেক্টর সন্তোষা গুব্বির নেতৃত্বে একটি দল সেখানে যাচ্ছে।

সম্প্রতি বাংলায় স্বচ্ছভারত মিশনের কাজ দেখতে এসেছিলেন কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের প্রধান সচিব বিনি মহাজন। রাজ্যের একাধিক জেলায় কাজ দেখে মুখ্যসচিব বি পি গোপালিকার সঙ্গে বৈঠক করেন তিনি। বাংলায় স্বচ্ছ ভারত মিশনের কাজের অগ্রগতি নিয়ে তিনি যথেষ্ট সন্তুষ্ট। তাই কেন্দ্রের তরফে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলার আধিকারিকদের কর্মপদ্ধতি তুলে ধরা হবে দেশের কাছে। অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প যেমন ১০০ দিনের কাজ, আবাস যোজনায় টাকা বন্ধ হলেও স্বচ্ছ ভারত মিশনে কোনও খামতি রাখেনি কেন্দ্রীয় সরকার। তাই কাজও চলছে দ্রুততার সঙ্গে।

জলশক্তি মন্ত্রক মাস চারেক আগে রাজ্যকে লিখিতভাবে জানিয়েছে, ঘরে ঘরে শৌচালয় তৈরি এবং কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো গড়ার প্রশ্নে এ রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলার অগ্রগতি ‘সেরা’-র তালিকায় জায়গা পেয়েছে। এক আধিকারিকের কথায়, ‘প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ-সহ গ্রামীণ এলাকায় আবর্জনার সমস্যা দূর করতে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গড়ায় জোর দেওয়া হয়েছে। তৈরি হয়েছে সলিড ওয়েস্ট ম‌্যানেজমেন্ট সেল। এই দুই কাজই প্রশংসা কুড়িয়েছে দিল্লির কর্তাদের। তা কীভাবে সম্ভব হয়েছে, তাই অন‌্যান‌্য রাজ্যের প্রতিনিধিদের সামনে তুলে ধরবেন এরাজ‌্যর আধিকারিকরা।