Monday, August 25, 2025

নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম রায়ের বিরোধিতা, নয়া পদক্ষেপে মোদি সরকার!

Date:

দেশের শীর্ষ আদালতে (Supreme Court) জানিয়ে দিয়েছে নির্বাচনী বন্ড (Electoral Bond) ‘অসাংবিধানিক’। এখানেই শেষ নয় কোন রাজনৈতিক দল গত পাঁচ বছরে কোন শিল্প সংস্থার থেকে কত টাকা চাঁদা পেয়েছে, তা মার্চ মাসেই প্রকাশ্যে আসতে চলেছে। তাই ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। এই বন্ড চালু হবার পর সব থেকে বেশি সুযোগ-সুবিধে এবং অর্থ নিজেদের পকেটে পুড়েছে গেরুয়া শিবির। তাই এবার মুখোশ খুলে যাওয়ার ভয় পাচ্ছেন মোদি! বিরোধীরা মনে করছেন এবার অধ্যাদেশ জারি করে সুপ্রিম কোর্টের (SC) এই রায় উল্টে দেওয়ার চেষ্টা করতে পারে বিজেপি (BJP)।

নির্বাচনী বন্ড চালু করার পরে বিজেপি কর্পোরেট সংস্থাগুলিকে নানা সুবিধা পাইয়ে দিয়ে গোপনে মোটা টাকা চাঁদা আদায় করছে বলে বিরোধীরা সরব হয়েছে। ২০১৭ সালের বাজেটে নির্বাচনী বন্ডের ঘোষণা হয়েছিল। ২০১৮-র জানুয়ারি মাসে নির্বাচনী বন্ড চালুর বিজ্ঞপ্তি জারি হয়। পরিসংখ্যান বলছে ২০১৭-১৮ থেকে ২০২২-২৩-এর মধ্যে মোট ১২,০০৮ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে। এর প্রায় ৫৫ শতাংশ অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬,৫৬৪ কোটি টাকা বিজেপির কোষাগারে ঢুকেছে। তাই খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের রায় বিপাকে ফেলেছে মোদি- শাহদের। শীর্ষ আদালত জানিয়েছে আগামী মাসের মধ্যেই কোন পার্টি কত চাঁদা দিয়েছে বিজেপিকে সেই তথ্য সামনে আনতে হবে। বন্ডের বিরুদ্ধে মামলার অন্যতম আইনজীবী কপিল সিব্বলের দাবি, এতে বিজেপির মুখোশ খুলে যাবে। কারণ, কেউ বিনা কারণে বিজেপিকে কোটি কোটি টাকা দেয়নি। ঠিক সেই কারণেই এবার সুপ্রিম কোর্টের রায় উল্টে দেওয়ার চেষ্টা করবে মোদি সরকার এমনটাই আশঙ্কা করছেন বিরোধীরা।


Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version