দ্বিতীয় দফার কৃষক আন্দোলনে প্রথম ‘শহিদ’, কাঁদানে গ্যাসের ‘আশীর্বাদ’?

কৃষকদের অগ্রগতি আটকাতে ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাসের সেল উড়িয়ে এনে কৃষকদের মাঝে ফাটানো হচ্ছে। সেই গ্যাসের কারণে ইতিমধ্যেই অসুস্থ অনেক কৃষক।

কৃষকদের দাবি নিয়ে দিল্লি-হরিয়ানা সীমান্তে আন্দোলনে আসা ৭৮ বছরের এক কৃষকের মৃত্যু হল শুক্রবার সকালে। কেন্দ্র সরকারের দমনমূলক নীতির প্রতিবাদ করতে গিয়ে দ্বিতীয় দফার আন্দোলনে প্রথম মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশের কৃষক মহল। ১৩ মাস ধরে প্রথম দফার আন্দোলনে মৃত্যু হয়েছিল প্রায় ৭৫০ কৃষকের। পুলিশের প্রবল প্রতিরোধ, যুদ্ধের ময়দানের মতো কাঁদানে গ্যাসের বৃষ্টিতে উপেক্ষা করেও দিল্লি যাওয়ার জেদ নিয়ে সীমান্তে জোর ধাক্কা জারি কৃষকদের।

এই শম্ভু সীমান্তে গত তিনদিন ধরে লাগাতার কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে দিল্লি পুলিশ। কৃষকদের অগ্রগতি আটকাতে ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাসের সেল উড়িয়ে এনে কৃষকদের মাঝে ফাটানো হচ্ছে। সেই গ্যাসের কারণে ইতিমধ্যেই অসুস্থ অনেক কৃষক। শুক্রবার মৃত জ্ঞান সিংয়ের বাড়ি পাঞ্জাবে গুরুদাসপুর জেলার চাচোকি গ্রামে। এই আন্দোলনে মৃত্যুর ঘটনা এই প্রথম।

শুক্রবার সকালে দিল্লির শম্ভু সীমান্তে আন্দোলনরত কৃষকদের মধ্যে ৭৮ বছরের জ্ঞান সিং হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে পাঞ্জাবে রাজপুরের সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাতিয়ালার রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

কৃষক ও কেন্দ্রের মধ্যে এর মধ্যে তিনবার আলোচনা হলেও কোনও সমাধানসূত্র বেরোয়নি। দিল্লি গিয়ে নিজেদের দাবি পেশের দাবিতে অনড় প্রায় ২৫টির বেশি কৃষক সংগঠন। এই পরিস্থিতিতে একমাসের জন্য ১৪৪ ধারা জারি থেকে শব্দ কামানের প্রয়োগ, কোনও কিছুই বাকি রাখেনি মোদি সরকার। কৃষকদের প্রতি কেন্দ্রের সরকারের যে কোনও সমবেদনা নেই তা কৃষক মৃত্যুর মধ্যে দিয়ে আরও একবার সামনে আসছে।

Previous articleSaltlake: কার্নিশ বেয়ে উঠে একাকী জখম বৃদ্ধার প্রাণ বাঁচাল পুলিশ!
Next articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে