Monday, May 12, 2025

ক্ষমতায় বসার মাসখানেক আগে পুতিনের বিরোধীনেতার ‘অস্বাভাবিক’ মৃত্যু!

Date:

Share post:

জেলের মধ্যে অস্বাভাবিক মৃত্যু রাশিরায় রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরোধী পক্ষের নেতা অ্যালেক্সেই নাভালনি (Alexei Navalny)। রাশিয়ার ইয়ামালিয়ায় আর্কটিক সংশোধনাগারে (Arctic prison) নিজের সাজা কাটার সময়ের মধ্যেই এই মৃত্যুর ঘটনা ঘটে শুক্রবার সকালে। যদিও নাভালনির সমর্থকরা এই ঘটনাকে রাশিয়ার খুন করে দাবি করেছেন।

রাশিয়ার পুতিন সরকার ও বিত্তশালীদের দুর্নীতি নিয়ে প্রবল সমালোচনা করে প্রথমবার প্রচারের আলোয় আসেন অ্যালেক্সেই নাভালনি। ২০২০ সালে আদালত অবমাননার দায়ে তাঁর প্রথমবার জেলের সাজা হয়। সেই বছরই স্নায়ুতন্ত্রে বিষক্রিয়া করে তাঁকে বিষক্রিয়া করে মারার চেষ্টা করা হয়। জার্মানির হাসপাতালে চিকিৎসা করে তাঁর প্রাণ বাঁচে। সুস্থ হওয়ার পর ২০২১ সাল থেকে টানা জেল হেফাজতে নাভালনি।

শুক্রবার রাশিয়ার ফেডেরাল পেনিটেনশিয়ারি সার্ভিসের (Federal Penitentiary Service) পক্ষ ঘোষণা করা হয় নাভালনির মৃত্যুর খবর। জানানো হয় সকালে হাঁটতে বেরিয়ে ছিলেন নাভালনি। ফিরে এসেই অসুস্থ বোধ করেন। তারপরই সংজ্ঞা হারিয়ে ফেলেন। ডাক্তাররা অনেক চেষ্টাতেও জ্ঞান ফেরাতে পারেননি। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় রাষ্ট্রপতি পুতিনকেও।

তবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুতিন প্রশাসনের বিরোধিতায় সরব হন নাভালনির সমর্থকরা। তাঁদের দাবি নাভালনিকে খুন করা হয়েছে। পাশাপাশি তাঁরা দাবি করেন নাভালনির মৃত্যুর রাশিয়ার মানুষের সেই পরিস্থিতির কথা তুলে ধরছে যারা পুতিনের নিপীড়নের শিকার, এমনকি নাভালনির জীবন দিয়ে তা প্রমাণিত হল। তাঁর সমর্থকদের পাশাপাশি পশ্চিমের দেশগুলি পুতিনের সমালোচনায় সামিল হয়েছে।

spot_img

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...