গত বৃহস্পতিবার থেকে রাজকোটে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আর এই ম্যাচের তৃতীয় ম্যাচে খেলতে নেমে নজির গড়েন রবীন্দ্র জাদেজা। শনিবার রাজকোটে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে আউট করে নতুন নজির গড়েছেন বাঁহাতি অলরাউন্ডার। স্টোকসকে আউট করতেই দেশের মাটিতে টেস্ট ক্রিকেট ২০০ উইকেট পূর্ণ করলেন জাদেজা।
ভারতের পঞ্চম বোলার হিসাবে নজির গড়লেন জাদেজা। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের আগে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ১৯৯টি উইকেট ছিল জাদেজার। রাজকোটে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬৫তম ওভারে স্টোকসকে আউট করে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। জাদেজার আগে ঘরের মাঠে টেস্টে ২০০ বা তার বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং-এর। আছেন রবিচন্দ্রন অশ্বিনও। সব থেকে বেশি ১১৫টি ইনিংসে ৩৫০টি উইকেট রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলের। ১১২টি ইনিংসে অশ্বিনের ৩৪৭টি, ১০৩টি ইনিংসে হরভজনের ২৬৫টি এবং ১১৯টি ইনিংসে কপিল দেবের ২১৯টি টেস্ট উইকেট রয়েছে ভারতের মাটিতে। শনিবার খেলার শেষে দেশের মাটিতে জাড্ডুর উইকেট সংখ্যা হল ২০১।
আরও পড়ুন- এক গোলে পিছিয়ে থেকেও নর্থইস্টকে ৪-২ গোলে হারাল মোহনবাগান