Thursday, November 13, 2025

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সফরে রদবদল, আজই বীরভূম যাচ্ছেন মমতা

Date:

রাজ্যজুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination) শুরু হয়েছে। তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে নিজের প্রশাসনিক সফরে কিছু বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার নয় বরং আজ শনিবারই (১৭ ফেব্রুয়ারি ) লালমাটির উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী (CM)। রবিবার সিউড়িতে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ১৮ তারিখ রাতেই কলকাতা ফিরবেন বলে নবান্ন (Nabanna) সূত্রে জানা যাচ্ছে।

বীরভূমে পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election result in Birbhum) দুর্দান্ত ফল করেছে ঘাসফুল শিবির। তবে, লোকসভা ভোটে জেলার দুটি আসনে দলীয় প্রার্থীর জয় নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না তৃণমূল সুপ্রিমো। এই পরিস্থিতিতে জেলার মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বীরভূমে যাচ্ছেন তিনি। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি শান্তিনিকেতনে বাউল বিতানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দেউচা-পাঁচামির কয়লা উত্তোলন শিল্পের জন্য জমিদাতা ৬০০টি পরিবারের ১ জন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন তিনি। জেলা প্রশাসন সূত্রের খবর, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বীরভূমের জেলার সদর শহর সিউড়িতে। সিউড়ির চাঁদমারি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যোগদান করবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হিসেবে উঠে এসেছে দেউচা পাঁচামি। সেখানে কয়লা খনি প্রকল্পের জন্য জমিদাতাদের সরকারি নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের শেষে সিউড়ি থেকেই আকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

একনজরে সফরসূচি

• শনিবার সন্ধেয় বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর থেকে অন্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
• অন্ডাল থেকে সড়ক পথে বোলপুর যাবেন।
• রাতে থাকতে পারেন বোলপুরের সার্কিট হাউসে বা রাঙাবিতান পর্যটন কেন্দ্রে।
• পরেরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি তিনি সভা করবেন জেলা সদর সিউড়ির চাঁদমারি মাঠে। জেলার একগুচ্ছ প্রকল্পের শিল্যানাস ও উদ্বোধন শেষে।
• ওই দিনই কপ্টারে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version