Thursday, August 21, 2025

অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা মধ্যপ্রদেশে!

Date:

শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে! কোনওমতে অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করতে গিয়ে মধ্যপ্রদেশ পুলিশ আরও যে খবর পেল তাতে শিরদাঁড়ায় ঠাণ্ডা স্রোত বয়ে যাবে। অর্ধেকের বেশি দগ্ধ ওই মহিলা গণধর্ষণের শিকার। আপাতত মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের নিকটবর্তী অম্বা শহরের চাঁদকাপুরা এলাকার বাসিন্দা ওই মহিলা জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছেন গোয়ালিয়র হাসপাতালে। সম্প্রতি বিজেপি শাসিত মধ্যপ্রদেশে একাধিক নারীনিগ্রহের ঘটনার উদাহরণ উঠে এসেছে। সেই পরিস্থিতিতে অন্তঃসত্ত্বা মহিলার ওপর এই নির্যাতনের ঘটনা রাজ্যে নারীর নিরাপত্তার বিষয়টাকে আরও স্পষ্ট করে দিচ্ছে।

শুক্রবার মধ্যপ্রদেশের চাঁদকাপুরার বাসিন্দা ওই মহিলা স্থানীয় এক মহিলার বাড়িতে যান। সেখানেই তিন ব্যক্তি তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। প্রমাণ লোপাটের জন্য সেখানেই তাঁর গায়ে জ্বালানি তেল ঢেলে দেয় তিন অভিযুক্ত ও ওই মহিলা। তারপর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। কোনওক্রমে নিজের শরীরের আগুন নেভান অন্তঃসত্ত্বা ওই মহিলা। ততক্ষণে তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

প্রশাসনিক আধিকারিক সূত্রে জানা গিয়েছে আক্রান্ত মহিলার স্বামীর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রুজু হয় অম্বা থানায়। সেই মামলার বর্তমানে জামিনে মুক্ত মহিলার স্বামী। সেই ঘটনার মীমাংসা করতে আক্রান্ত মহিলা অভিযোগকারী মহিলার কাছে চাঁদকাপুরায় যান শুক্রবার। সেখানেই শেষ পর্যন্ত এই পরিণতি হয় তাঁর।

ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। পুলিশের ওপর হয়তো ডবল ইঞ্জিন সরকারের প্রশাসনও ভরসা রাখতে পারেনি মধ্যপ্রদেশে। তদন্তকারী আধিকারিকদের গোপণ জবানবন্দিতে মহিলা গোটা ঘটনা বর্ণনা করেন। সেই সঙ্গে মহিলার স্বামী তদন্তকারীদের একটি ভিডিও জমা দিয়েছেন। তবে পুলিশ কোনও জবানবন্দি সংগ্রহ করতে পারেনি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version