Sunday, August 24, 2025

শিবু হাজরার ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, ছন্দে ফিরছে সন্দেশখালি

Date:

সন্দেশখালিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন উত্তম সর্দার৷ শনিবার গ্রেফতার করা হয়েছে আর এক অভিযুক্ত শিবু হাজরাকেও৷ উত্তমের পাশাপাশি শিবু গ্রেফতার হওয়ায় গ্রামবাসীরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। রবিবার ধৃত শিবুকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ফের আদালতে পেশ করা হবে ধৃতকে। এরই পাশাপাশি, সন্দেশখালির আরও ৪টি এলাকায় ১৪৪ ধারা শিথিল করা হয়েছে।

শনিবারই উত্তম এবং শিবুর বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা দায়ের করে পুলিশ। ডিজি রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয় অন্যতম অভিযুক্ত শিবু হাজরাকে। ন্যাজাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শিবুকে শনিবার রাতে বসিরহাট থানাতেই রাখা হয়। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা থানা চত্বর। শিবুর গ্রেফতারির পরে রীতিমতো উৎসবের মেজাজে দেখা যায় সন্দেশখালির একাংশকে ৷ একের অপরকে মিষ্টিমুখও করান কেউ কেউ ৷
এদিন স্বাস্থ্য পরীক্ষার পর শিবুকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ আদালতে দাবি করে, শিবু পালানোর চেষ্টা করেছিল। তখনই গ্রেফতার করা হয় তাকে। শিবু জামিন পেলে এলাকার শান্তি ব্যাহত হতে পারে। তাকে ১০ দিনের পুলিশ হেফাজতে চায় পুলিশ। বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। শিবুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ, ৩৫৪ বি, ৩৭৬ ডি, ৩০৭, ৩৪১, ৩২৩, ৫০৬, ৫০৯ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বাকি মামলাগুলি আগেই হয়েছিল। পরে এক মহিলার গোপন জবানবন্দি নেওয়ার পর শনিবার মামলায় যুক্ত হয় ৩৭৬ ডি (গণধর্ষণ) ও ৩০৭ (খুনের চেষ্টা) ধারাও।
গ্রামবাসীরা অধরা শাহজাহানকে গ্রেফতারের দাবি তুলেছেন। এই পরিস্থিতিতে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালি।এদিন গোপালঘাট, দাউদপুর, আতাপুর, পুলেপারায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। বাকি জায়গাগুলির ১৪৪ ধারা বুধবার ১২ টার পর তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version