Tuesday, May 6, 2025

ঝুপড়িতে নিজেদের জমিতে এবার বহুতল তোলা যাবে।এই বিষয়ে বিধনাসভায় নয়া সংশোধনী বিল পাশ করাল রাজ্য সরকার। ঠিকা জমিতে বাড়ি তুলতে দ্য ওয়েস্টবেঙ্গল ঠিকা টেন‌্যান্সি (সংশোধনী) বিল পাশ করা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী কলকাতায় ঠিকা জমিতে বহুতল তুলতে গেলে ছাড়পত্র নিতে হত কলকাতা পুরসভা থেকে। যেমন হাওড়ার ক্ষেত্রে সেই ছাড়পত্র পাওয়া যেত হাওড়া পুরসভা থেকে। তবে এবার থেকে এই ছাড়পত্র দেবে কেএমডিএ। এবার থেকে ঠিকা জমিতে বাড়ি করতে চেয়ে আবেদন করার ১৫ দিনের মধ্যে ঠিকা জমির লিজ ডিডের পাশাপাশি ঠিকা মিউটেশন দেওয়া হবে বলে জানা গিয়েছে। এমনকী, ঠিকা ভাড়াটে বিল্ডিং প্ল্যানের জন‌্য আবেদন করলে অনুমোদন মিলবে ১৫ দিনের মধ্যে।

ওয়াকিবহাল মহলের মত, নয়া সংশোধনী বিল আইনে পরিণত হলে ঠিকা জমিতে বাড়ি তোলা অনকটাই সহজ হয়ে যাবে। এরই পাশাপাশি, আইনি জট থাকা জমির ক্ষেত্রেও সমস্যার সমাধান সূত্র বের করা হবে দুই মাসের মধ্যেই। সংশোধনী প্রসঙ্গে সরকারের বক্তব্য, সংশোধনীর ফলে এই আইনের সঙ্গে কেএমডিএ যুক্ত হওয়ায় কলকাতা এবং হাওড়ায় ঝুপড়ি থাকবে না। এছাড়াও এই আইনের ফলে বেআইনি বাড়ি তৈরিও অনেকটাই কমবে।

নতুন চালু হওয়া ঠিকা কন্ট্রোলার অফিসেই কলকাতার প্রতিটি ঠিকা জমির অ্যাসেসমেন্ট সহ সব তথ্য থাকবে। এই বিষয়ে পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ইচ্ছা ঝুপড়িতে থাকা সবাই যেন পাকা বাড়িতেই থাকতে পারেন। এই কারণেই ঠিকা ব‌্যবস্থাকে নগরোন্নয়ন দফতরের আওতায় আনা হয়েছে। এখন দেখার কত দ্রুত এ সংশোধনী বিল আইনে পরিণত করা হয়।

Related articles

ভিনরাজ্যে আক্রান্ত হলে ফিরে আসুন: বাংলার পরিযায়ী শ্রমিকদের আহ্বান মুখ্যমন্ত্রীর

ভিনরাজ্যে আক্রান্ত হলে বাংলা ফিরে আসুন পরিযায়ী শ্রমিকরা। মঙ্গলবার, মুর্শিদাবাদের (Murshidabad) সুতির সভা থেকে আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

ওয়াকফ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, সাহায্য ২৮০ পরিবারকে

ওয়াকফ আইন নিয়ে অশান্তির জেরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (Samsherganj) হিংসার ঘটনার পরে পরিস্থিতিত বর্তমানে স্বাভাবিক। স্থানীয় মানুষকে হিংসায় কোনওভাবে...

রোহিতের সামনে বিরাটের রেকর্ড ছোঁয়ার হাতছানি

আইপিএলের(IPL) মঞ্চে নতুন মাইলস্টোনের সামনে রোহিত শর্মা(Rohit Sharma)। ৭৯ রান করতে পারলেই বিরাট কোহলির(Virat Kohli) সঙ্গে আইপিএলের(IPL) এলিট...

না ফেরার দেশে সদা হাস্যমুখ সাংবাদিক বাবজি সান্যাল, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের

প্রয়াত বাংলা বিনোদন জগতের অতি পরিচিত সাংবাদিক বাবজি সান্যাল (Babji Sanyal)। মঙ্গলবার, সকালে তাঁকে বাড়ির রান্নাঘরের সামনে থেকে...
Exit mobile version