Thursday, August 28, 2025

১) ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের। এদিন রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচে ইংরেজদের ৪৩৪ রানে হারালো টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট যশস্বী জসওয়ালের। ২১৪ রানে অপরাজিত তিনি। ৬৮ রানে অপরাজিত অভিষেক হওয়া সরহরাজ খান। বল হাতে দাপট রবীন্দ্র জাদেজার। দ্বিতীয় ইনিংসে একাই নিলেন ৫ উইকেট। ৫৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ধরাশায়ী ইংল্যান্ড।

২) ফের ব্যাট হাতে দাপট যশস্বী জসওয়ালের। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। সেই ম্যাচে ২১৪ রানে অপরাজিত ৬৮ রানে অপরাজিত সরফরাজ খান। এই রানের সুবাদেই নজির গড়েন যশস্বী। ছাপিয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীরদের। একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দু’টি দ্বিশতরান করেছেন যশস্বী।

৩) হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে হারিয়ে আইএসএল-এ জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল এফসি। ম্যাচে জয়ে ফিরলেও স্বস্তি পাচ্ছেন না লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। কারণ লিগ টেবিলের লাস্টবয় হায়দরাবাদ এফসি। তাদের বিরুদ্ধে এক গোলে জয় নিরাপদ নয় বলে মনে করছেন কুয়াদ্রাত। তবে দলের জয় খুব দরকার ছিলো বলে মনে করছেন তিনি।

৪) জয় দিয়ে রঞ্জিট্রফির অভিযান শেষ করল বাংলা। এদিন বিহারকে ইনিংস এবং ২০৪ রানে হারায় মনোজ তিওয়াড়ির দল। এবং একইসঙ্গে শেষ হল মনোজ তিওয়াড়ির ২০ বছরের প্রথম শ্রেণির কেরিয়ারের সুবর্ণ অধ্যায়। বাংলার হয়ে দুরন্ত বোলিং করেন মুকেশ কুমার। একাই নিয়েছেন ৬ উইকেট।

৫) ইতিহাস লিখলেন পি ভি সিন্ধুরা। ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাইল্যান্ডকে ৩-২-এ হারিয়ে ইতিহাস রচনা করলেন ভারতের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়রা।এই জয়ের ফলে প্রথম এশিয়া চ্যাম্পিয়ন হল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল।পি ভি সিন্ধু ছাড়াও ভারতের হয়ে ফাইনালে জয় পেয়েছেন আনমোল খারব এবং গায়ত্রী গোপীচাঁদ-তৃষা জলি জুটি।

আরও পড়ুন – Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version