Sunday, November 16, 2025

ছাদ থেকে সরলো রাম-নিশান, বিজেপি যোগের জল্পনা মুছলেন কমল?

Date:

Share post:

বিজেপিতে যোগ দিতে চলেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। গত কয়েকদিন ধরে এই জল্পনায় উত্তাল হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি। অবশেষে সে জল্পনায় জল ঢালতে এবার ইঙ্গিতপূর্ণ কাজ করলেন কমল। নিজের বাড়ির ছাদ থেকে খুলে ফেললেন জয় শ্রীরাম পতাকা। তাঁর এহেন পদক্ষেপে রাজনৈতিক মহলের অনুমান কমলনাথ যে বিজেপিতে যোগ দিচ্ছেন না এভাবেই তা বুঝিয়ে দিলেন ইন্দিরা গান্ধীর ‘মানস পুত্র’।

শুক্রবার থেকেই জাতীয় রাজনীতিতে জল্পনা শুরু হয় কমল এবার বিজেপিতে যোগ দিচ্ছেন। মধ্যপ্রদেশে কংগ্রেসের হারের পর গোটা ব্যর্থতার দায় তার উপর ঠেলেছে শীর্ষ নেতৃত্ব। দলে কোনঠাসা করা হয়েছে তাঁকে। এহেন পরিস্থিতিতে ছেলে নকুলকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কমল নাথ। জল্পনা শোনা যায় দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। যদিও শেষ মুহূর্তে কমলের এক ঘনিষ্ঠ অনুগামী সজ্জন সিং ভার্মা জানান, “ওনার সঙ্গে কথা হয়েছে। কমলজি জানিয়েছেন আপাতত তাঁর লক্ষ্য মধ্যপ্রদেশের ২৯টি লোকসভা আসন। জাতপাতের সমীকরণ এই আসনগুলোতে কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেটা নিয়েই চিন্তা করছেন। দল ছাড়ার বিষয়টি নিয়ে এখনও কিছু ভাবেননি তিনি।”

এহেন পরিস্থিতির মাঝেই এবার সেই জল্পনায় জল ঢালতে রামের পতাকা বাড়ির ছাদ থেকে নামিয়ে ফেললেন কমলনাথ। জানা যাচ্ছে, রবিবার পর্যন্তও কমলের দিল্লির (Delhi) বাসভবনের ছাদে টাঙানো ছিল পতাকা। জয় শ্রীরামের (Jai Shree Ram) ওই পতাকা দেখেও অনেকে অনুমান করেছিলেন যে বিজেপিতে যেতে পারেন মধ্যপ্রদেশের নেতা। কিন্তু সোমবার থেকে আর সেই পতাকা দেখা যায়নি। যার ফলে রাজনৈতিক মহলের ধারণা বিজেপি যোগের সম্ভাবনা আপাতত বাতিল করেছেন কমল।

spot_img

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...