Wednesday, August 20, 2025

ছাদ থেকে সরলো রাম-নিশান, বিজেপি যোগের জল্পনা মুছলেন কমল?

Date:

Share post:

বিজেপিতে যোগ দিতে চলেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। গত কয়েকদিন ধরে এই জল্পনায় উত্তাল হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি। অবশেষে সে জল্পনায় জল ঢালতে এবার ইঙ্গিতপূর্ণ কাজ করলেন কমল। নিজের বাড়ির ছাদ থেকে খুলে ফেললেন জয় শ্রীরাম পতাকা। তাঁর এহেন পদক্ষেপে রাজনৈতিক মহলের অনুমান কমলনাথ যে বিজেপিতে যোগ দিচ্ছেন না এভাবেই তা বুঝিয়ে দিলেন ইন্দিরা গান্ধীর ‘মানস পুত্র’।

শুক্রবার থেকেই জাতীয় রাজনীতিতে জল্পনা শুরু হয় কমল এবার বিজেপিতে যোগ দিচ্ছেন। মধ্যপ্রদেশে কংগ্রেসের হারের পর গোটা ব্যর্থতার দায় তার উপর ঠেলেছে শীর্ষ নেতৃত্ব। দলে কোনঠাসা করা হয়েছে তাঁকে। এহেন পরিস্থিতিতে ছেলে নকুলকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কমল নাথ। জল্পনা শোনা যায় দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। যদিও শেষ মুহূর্তে কমলের এক ঘনিষ্ঠ অনুগামী সজ্জন সিং ভার্মা জানান, “ওনার সঙ্গে কথা হয়েছে। কমলজি জানিয়েছেন আপাতত তাঁর লক্ষ্য মধ্যপ্রদেশের ২৯টি লোকসভা আসন। জাতপাতের সমীকরণ এই আসনগুলোতে কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেটা নিয়েই চিন্তা করছেন। দল ছাড়ার বিষয়টি নিয়ে এখনও কিছু ভাবেননি তিনি।”

এহেন পরিস্থিতির মাঝেই এবার সেই জল্পনায় জল ঢালতে রামের পতাকা বাড়ির ছাদ থেকে নামিয়ে ফেললেন কমলনাথ। জানা যাচ্ছে, রবিবার পর্যন্তও কমলের দিল্লির (Delhi) বাসভবনের ছাদে টাঙানো ছিল পতাকা। জয় শ্রীরামের (Jai Shree Ram) ওই পতাকা দেখেও অনেকে অনুমান করেছিলেন যে বিজেপিতে যেতে পারেন মধ্যপ্রদেশের নেতা। কিন্তু সোমবার থেকে আর সেই পতাকা দেখা যায়নি। যার ফলে রাজনৈতিক মহলের ধারণা বিজেপি যোগের সম্ভাবনা আপাতত বাতিল করেছেন কমল।

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...