Thursday, August 21, 2025

পাকিস্তানে একের পর এক জঙ্গি নেতা খুন হয়েছেন। বিগত কয়েক মাসে এই সংখ্যাটা নেহাত কম নয়। এবার প্রাণ গেল এক আন্ডারওয়ার্ল্ড ডনের! জানা গিয়েছে, লাহোরের কুখ্যাত ডন আমির বলাজ টিপু ১৮ ফেব্রুয়ারি খুন হয়েছেন। একটি বিয়ের অনুষ্ঠানে তাকে খুন করা হয়েছে। তথ্য বলছে, বংশপরম্পরায় বলাজ টিপু আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। এই বলাজ হল আরিফ আমির ওরফে টিপু ট্রাকওয়ালার ছেলে। তিনিও আততীয়দের গুলিতে খুন হয়েছিলেন। আলামা ইকবাল বিমানবন্দরে তাকে খুন করা হয়েছিল। আবার বলাজের ঠাকুরদাও হিংসা কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে বলাজ এবং দুই অতিথি দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎই এক বন্দুকবাজ এসে হামলা চালায় বলাজের ওপরে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বলাজ এবং দুই অতিথি। সেই সময় বলাজের বন্দুকধারী অনুগামীরা পাল্টা গুলি চালায় সেই আততায়ীর ওপরে। তাদের গুলিতে বলাজের আততায়ীর মৃত্যু হয়। এদিকে বলাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

এই ধরনের ঘটনা পাকিস্তানে নতুন নয়। এর আগে একাধিক ঘটনায় পাকিস্তানের মাটিতে বেশ কয়েকজন ভারতবিরোধী জঙ্গি নেতাকে খুন করা হয়েছিল। গতবছরের অক্টোবরে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে প্রাণ গিয়েছিল জঙ্গি সংগঠন লস্কর-ই-জব্বরের প্রতিষ্ঠাতা দাউদ মালিকের। পরিসংখ্যান বলছে, গত দু- বছরে পাকিস্তানে এই নিয়ে ১৭ জন ভারতবিরোধী সন্ত্রাসী নেতাকে খুন করা হয়েছে।

এর আগে ২০২৩-এর অক্টোবর মাসের গোড়াতেই পাকিস্তানের মাটিতে খুন হয়েছিল জঙ্গি মুফতি কায়সার ফারুক। ২৬/১১ মুম্বই হামলার মাস্টার মাইন্ড তথা লস্কর-ই-তৈবার অন্যতম প্রধান নেতা হাফিজ সৈইদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই জঙ্গিকে খুনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version