Sunday, November 9, 2025

পাকিস্তানে একের পর এক জঙ্গি নেতা খুন হয়েছেন। বিগত কয়েক মাসে এই সংখ্যাটা নেহাত কম নয়। এবার প্রাণ গেল এক আন্ডারওয়ার্ল্ড ডনের! জানা গিয়েছে, লাহোরের কুখ্যাত ডন আমির বলাজ টিপু ১৮ ফেব্রুয়ারি খুন হয়েছেন। একটি বিয়ের অনুষ্ঠানে তাকে খুন করা হয়েছে। তথ্য বলছে, বংশপরম্পরায় বলাজ টিপু আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। এই বলাজ হল আরিফ আমির ওরফে টিপু ট্রাকওয়ালার ছেলে। তিনিও আততীয়দের গুলিতে খুন হয়েছিলেন। আলামা ইকবাল বিমানবন্দরে তাকে খুন করা হয়েছিল। আবার বলাজের ঠাকুরদাও হিংসা কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে বলাজ এবং দুই অতিথি দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎই এক বন্দুকবাজ এসে হামলা চালায় বলাজের ওপরে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বলাজ এবং দুই অতিথি। সেই সময় বলাজের বন্দুকধারী অনুগামীরা পাল্টা গুলি চালায় সেই আততায়ীর ওপরে। তাদের গুলিতে বলাজের আততায়ীর মৃত্যু হয়। এদিকে বলাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

এই ধরনের ঘটনা পাকিস্তানে নতুন নয়। এর আগে একাধিক ঘটনায় পাকিস্তানের মাটিতে বেশ কয়েকজন ভারতবিরোধী জঙ্গি নেতাকে খুন করা হয়েছিল। গতবছরের অক্টোবরে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে প্রাণ গিয়েছিল জঙ্গি সংগঠন লস্কর-ই-জব্বরের প্রতিষ্ঠাতা দাউদ মালিকের। পরিসংখ্যান বলছে, গত দু- বছরে পাকিস্তানে এই নিয়ে ১৭ জন ভারতবিরোধী সন্ত্রাসী নেতাকে খুন করা হয়েছে।

এর আগে ২০২৩-এর অক্টোবর মাসের গোড়াতেই পাকিস্তানের মাটিতে খুন হয়েছিল জঙ্গি মুফতি কায়সার ফারুক। ২৬/১১ মুম্বই হামলার মাস্টার মাইন্ড তথা লস্কর-ই-তৈবার অন্যতম প্রধান নেতা হাফিজ সৈইদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই জঙ্গিকে খুনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version