Thursday, December 18, 2025

চণ্ডীগড় মেয়র নির্বাচনে মুখ পুড়ল বিজেপির, সুপ্রিম নির্দেশে জয়ী আপ

Date:

Share post:

নির্বাচনে কারচুপি, ঘোড়া কেনাবেচা সবকিছু করেও শেষ পর্যন্ত আদালতে মুখ পুড়ল বিজেপির। মঙ্গলবার সুপ্রিমকোর্টের তরফে জানিয়ে দেওয়া হল, এই নির্বাচনে অনিয়ম হয়েছে। যার জেরেই আম আদমি পার্টির প্রার্থী কুলদীপ কুমারকে বৈধভাবে নির্বাচিত মেয়র বলে রায় ঘোষণা করল শীর্ষ আদালত। যে আটটি বাতিল ভোট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেই ভোটগুলিকে বৈধ বলে জানিয়েছে আদালত। পাশাপাশি এই গোটা ঘটনায় মূল অভিযুক্ত রিটার্নিং অফিসার অনিল মাসিহ-কে শোকজ করার নির্দেশ দিয়েছে আদালত।

গত ৩০ জানুয়ারি বিজেপির প্রার্থী মনোজ সোনকারকে চণ্ডীগড়ের মেয়র নির্বাচিত করা হয়। ভোট গণনার পর দেখা যায়, আপ-কংগ্রেস জোটের পক্ষে পড়া ৮টি ব্যালট বাতিল হয়েছে। পরে ভিডিও ফুটেজে দেখা যায় যে ৮ টি ভোট বাতিল করা হয়েছে সেগুলিতে ইচ্ছাকৃতভাবে কালি দিয়ে তা বাতিল করেন রিটার্নিং অফিসার। এই ঘটনায় আদালতে দায়ের হয় মামলা। আপ অভিযোগ তোলে যে, এই ৮টি ভোট তাদের পক্ষেই পড়েছিল। কিন্তু, তাকে বিকৃত করেন মাসিহ। এদিন মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মৌখিক পর্যবেক্ষণ ছিল, প্রাপ্ত ভোট নতুন করে গোনা হবে এবং মাসিহ যে ব্যালটগুলি বিকৃত করেছিলেন সেগুলি বৈধ হিসেবে গণ্য হবে। সুপ্রিম কোর্ট বলেছে, এটা প্রমাণিত যে প্রিসাইডিং অফিসার ইচ্ছাকৃতভাবে ৮টি ব্যালট বাতিল করেছেন তা বিকৃত করে। শীর্ষ আদালতের রায় প্রকাশ্যে আসার পর আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তাঁর প্রতিক্রিয়ায় জানান, এ রকম কঠিন সময়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ।

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...