Wednesday, November 12, 2025

চণ্ডীগড় মেয়র নির্বাচনে মুখ পুড়ল বিজেপির, সুপ্রিম নির্দেশে জয়ী আপ

Date:

নির্বাচনে কারচুপি, ঘোড়া কেনাবেচা সবকিছু করেও শেষ পর্যন্ত আদালতে মুখ পুড়ল বিজেপির। মঙ্গলবার সুপ্রিমকোর্টের তরফে জানিয়ে দেওয়া হল, এই নির্বাচনে অনিয়ম হয়েছে। যার জেরেই আম আদমি পার্টির প্রার্থী কুলদীপ কুমারকে বৈধভাবে নির্বাচিত মেয়র বলে রায় ঘোষণা করল শীর্ষ আদালত। যে আটটি বাতিল ভোট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেই ভোটগুলিকে বৈধ বলে জানিয়েছে আদালত। পাশাপাশি এই গোটা ঘটনায় মূল অভিযুক্ত রিটার্নিং অফিসার অনিল মাসিহ-কে শোকজ করার নির্দেশ দিয়েছে আদালত।

গত ৩০ জানুয়ারি বিজেপির প্রার্থী মনোজ সোনকারকে চণ্ডীগড়ের মেয়র নির্বাচিত করা হয়। ভোট গণনার পর দেখা যায়, আপ-কংগ্রেস জোটের পক্ষে পড়া ৮টি ব্যালট বাতিল হয়েছে। পরে ভিডিও ফুটেজে দেখা যায় যে ৮ টি ভোট বাতিল করা হয়েছে সেগুলিতে ইচ্ছাকৃতভাবে কালি দিয়ে তা বাতিল করেন রিটার্নিং অফিসার। এই ঘটনায় আদালতে দায়ের হয় মামলা। আপ অভিযোগ তোলে যে, এই ৮টি ভোট তাদের পক্ষেই পড়েছিল। কিন্তু, তাকে বিকৃত করেন মাসিহ। এদিন মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মৌখিক পর্যবেক্ষণ ছিল, প্রাপ্ত ভোট নতুন করে গোনা হবে এবং মাসিহ যে ব্যালটগুলি বিকৃত করেছিলেন সেগুলি বৈধ হিসেবে গণ্য হবে। সুপ্রিম কোর্ট বলেছে, এটা প্রমাণিত যে প্রিসাইডিং অফিসার ইচ্ছাকৃতভাবে ৮টি ব্যালট বাতিল করেছেন তা বিকৃত করে। শীর্ষ আদালতের রায় প্রকাশ্যে আসার পর আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তাঁর প্রতিক্রিয়ায় জানান, এ রকম কঠিন সময়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version