বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজস্থান থেকে রাজ্যসভায় জয়ী সোনিয়া, সাংসদ হলেন নাড্ডাও

লোকসভা নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন না একথা আগেই জানিয়ে ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সেইমতো রাজ্যসভায় রাজস্থান থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার রাজ্যসভার নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তিনি। সোনিয়ার পাশাপাশি গুজরাটের থেকে এবার রাজ্যসভায় জয় পেয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

গত বুধবার রাজস্থানের জয়পুরে গিয়ে নিজের মনোনয়ন জমা দেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। এর আগে এই কেন্দ্র থেকে রাজ্যসভায় প্রার্থী ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবার নির্বাচনে দাঁড়ালেন না তিনি। মঙ্গলবারই ছিল মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। বিপক্ষে কেউ না থাকায় সোনিয়া সহ একাধিক জনকে জয়ী বলে ঘোষণা করা হয়। পাশাপাশি জয়ী ঘোষিত হয়েছেন, বিজেপির মদন রাঠোর ও চুনিলাল ঘারাসিয়া। তৃণমূল থেকে নির্বাচিত হয়েছেন সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর ও নাজিমুল হক। এর পাশাপাশি প্রথমবারের জন্য গুজরাট থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আগামী ২৭ ফেব্রুয়ারি দেশের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসনে নির্বাচন।