Friday, August 22, 2025

রেশন মামলায় ফের পিছিয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি

Date:

মন্ত্রীপদ চলে গিয়েছে তাঁর। রেশন মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রীত্ব যাওয়ার পরই গত ১৮ ফেব্রুয়ারি জামিনের আবেদন করতে দেখা গিয়েছিল প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর অবশেষে জামিনের আবেদন করেন তিনি। যদিও তার জামিনের শুনানি পর্ব পিছিয়ে যায় সেদিন। আজ ২০ ফেব্রুয়ারি জামিনের পরবর্তী শুনানি ছিল। সেই শুনানিও ফের পিছিয়ে গেল।
মূলত রেশন বন্টন মামলার সঙ্গে তিনি জড়িত নন এবং তার অসুস্থতার কথা আগেই আদালতে জানিয়েছেন। এই দুটি কারণ দেখিয়েই জামিনের আবেদন করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। কিন্তু এদিন সেই মামলার শুনানি হল না। মামলার সম্ভাব্য শুনানি হবে ২৮ ফেব্রুয়ারি।ইতিমধ্যেই রেশন বন্টন মামলায় টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছে ইডি জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে । এবং ইডির অভিযোগ, শঙ্কর আঢ্য ২০ হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন। যার মধ্যে ১০ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের। এই বিষয়কে সামনে রেখে তদন্তে গতি আনছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বালুর আইনজীবী এদিন তাঁর মক্কেলের অসুস্থতার কথা তুলে ধরেন আদালতের সামনে। এর পাশাপাশি তাঁর আইনজীবী জানান যে, ইডি রেশনকাণ্ডে তাঁর মক্কেল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রেশন মামলায় জড়িত থাকার সরাসরি কোনও তথ্যপ্রমাণ সামনে আনতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও ইডি সূত্রে দাবি করা হয়, জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ি থেকে একাধিক কাগজপত্র মিলেছে, যেগুলির সূত্র ধরে বিভিন্ন ব্যবসায়ীদের নাম পাওয়া গিয়েছে এবং তদন্তে সেগুলি অত্যন্ত সাফল্য আনছে বলে দাবি তদন্তকারীদের।

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version