Thursday, August 21, 2025

বন্ধ ১৬ চা বাগান শ্রমিকদের আর্থিক সহায়তা দেবে রাজ্য, বিজ্ঞপ্তি শ্রম দফতরের

Date:

উত্তরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ১৬টি চা বাগানের ১৬ হাজারের বেশি শ্রমিককে আর্থিক সহায়তা দেবে রাজ্য। রাজ্যের শ্রম দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। উত্তরে বন্ধ চা বাগানের সংখ্যা ১৬টি। এমন বাগানের সংখ্যা বীরপাড়ায় সর্বাধিক, ৬টি। এর বাইরে দার্জিলিংয়ে ৫টি, মালবাজারে ৩টি এবং কার্শিয়াং ও শিলিগুড়িতে ১টি করে বাগান রয়েছে। বন্ধ হওয়ার সময় সেগুলিতে শ্রমিক সংখ্যা ১৬ হাজারেরও বেশি। আইন অনুসারেই বন্ধ চা বাগানের শ্রমিকদের আর্থিক সহায়তা পাওয়ার কথা। কিন্তু চা বাগানের মালিকেরা সেই দায়িত্ব পালন করেননি। তাই রাজ্যই এবার এগিয়ে এসেছে বন্ধ চা বাগানের শ্রমিকদের আর্থিক সহায়তা দিতে। এরই পাশাপাশি চা বাগান মালিকদের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠছে সেগুলি খতিয়ে দেখার সিদ্ধান্তও নিয়েছে নবান্ন। প্রয়োজনে বাগানের লিজও বাতিল করতে পারে রাজ্য।

মঙ্গলবারই শিলিগুড়িতে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক চা শ্রমিকদের ন্যূনতম মজুরি এবং টি অ্যাডভাইজারি কমিটির সঙ্গে দুটি পৃথক বৈঠক করেছেন। শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, চা বাগানের মালিকদের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে যে তাঁরা বাগানের শ্রমিকদের পিএফ বকেয়া রেখে দিচ্ছেন দীর্ঘদিন ধরে। এমনকি বাগানের চা গাছ উপড়ে অপরিকল্পিতভাবে বাগানের জমিতে রিসর্ট তৈরি করছেন। আর এই সব ঠেকাতেই রাজ্য সরকার চা বাগানের জন্য শীঘ্রই এস ও পি চালু করতে চলেছে। পাহাড়, তরাই ও ডুয়ার্সের অর্থনীতির অন্যতম মাধ্যম হল চা। ৫ লক্ষেরও বেশি শ্রমিক জড়িয়ে আছে এই চায়ের অর্থনীতির সঙ্গে। অথচ সেই শ্রমিকদেরই পিএফের কোটি কোটি টাকা বকেয়া রেখে দিচ্ছেন বাগান মালিকেরা। কোথাও কোথাও মালিকপক্ষ আচমকা বাগান বন্ধ করে উধাও হয়ে যাচ্ছেন। বাগানের জমি নিয়েও বেআইনি কারবার চলছে। এই সব দেখেই মুখ্যমন্ত্রী এবার নির্দেশ দিয়েছেন বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে লাগাম টানার।

আরও পড়ুন- রাজ্যসভায় বিনা প্রতিদ্ব.ন্দ্বিতায় জয়ী তৃণমূলের চার প্রার্থী

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version