Wednesday, November 12, 2025

বিয়ের আগে মুখে হাসি ফেরাতে গিয়ে প্রাণ গেল হায়দরাবাদের যুবকের!

Date:

নতুন জীবন শুরু করা ছিল শুধু সময়ের অপেক্ষা। আর সেই জীবন শুরু করার আগে চেয়েছিলেন স্ত্রীর কাছে নিজেকে আরও সুন্দর করে তুলতে। আর সেটা করতে গিয়েই প্রাণটাই খুয়ে বসলেন ২৮ বছরের যুবক।মৃত যুবকের নাম লক্ষ্মী নারায়ণ ভিনজাম। নিশ্চয়ই ভাবছেন কী করতে গিয়ে জীবন খোয়ালেন ওই যুবক?আসলে বিয়ের আগে হাসির অপারেশন করতে গিয়ে মৃত্যু হল হায়দরাবাদের ওই যুবকের।

লক্ষ্মী নারায়ণের বাবা রামুলু ভিনজাম জানিয়েছেন, আগামী সপ্তাহেই ছেলের বিয়ে হত। কিন্তু বিয়ের আগে ছেলে যে হাসি সুন্দর করতে স্মাইল অপারেশন করাচ্ছেন, সেই বিষয়ে কিছুই জানতেন না তাঁরা। পরিবারের কাউকে না বলেই স্মাইল অপারেশন করাতে গিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ। সেখানেই ঘটে বিপত্তি।

জানা গিয়েছে, হায়দরাবাদের জুবিলি হিলসের একটি ডেন্টাল ক্লিনিকে স্মাইল ডিজাইনিং অপারেশন করাতে গিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ। সেখানেই অপারেশন চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন তিনি। ছেলে অজ্ঞান হতেই ডেন্টাল ক্লিনিকের কর্মীরা বাবাকে খবর দেন। সঙ্গে সঙ্গে ডেন্টাল ক্লিনিকে পৌঁছন ওই যুবকের বাবা। সেখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় লক্ষ্মী নারায়ণকে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ইতিমধ্যেই ওই ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। লক্ষ্মী নারায়ণের মৃত্যুর তদন্তও শুরু হয়েছে।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ক্লিনিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ক্লিনিকে এর আগে কোনও অপারেশন চলাকালীন এমন কোনও ঘটনা ঘটেছিল কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে বিয়ের আগে নিজের হাসিটা সুন্দর করতে গিয়ে এই পরিণতি মেনে নিতে পারছেন না মৃতের পরিবারের সদস্যরা।

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version