Sunday, November 9, 2025

সারা বিশ্ব জুড়ে বাঙালির বসবাস। আর লন্ডনে অবস্থিত প্রায় ১০লক্ষ বাঙালিকে একত্রিত করতে ২০-২১ এপ্রিলে লন্ডনের সত্তাভিস পতিদার সেন্টার, ওয়েম্বলিতে অনুষ্ঠিত হতে চলেছে ‘লন্ডন মহোৎসব’। এই প্রথম এক অভূতপূর্ব আঙ্গিকে সাজানো হচ্ছে এই কার্নিভাল। দুদিনব্যাপী এই উৎসবে ভারত ও বাংলাদেশের নামী শিল্পোদ্যোগী, সঙ্গীতশিল্পী, সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র অভিনেতা, নৃত্যশিল্পী, ফ্যাশন ডিজাইনার, চিকিৎসক উপস্থিত থাকবেন। থাকবে বই, শাড়ি, গয়না, হস্তশিল্প, খাবারের বহু স্টল। বাণিজ্যের সঙ্গে শিল্পের এক অসাধারণ মেলবন্ধনও ঘটবে লন্ডন মহোৎসবে। এমনই দাবি আয়োজকদের।

মঙ্গলবার কলকাতা রোয়িং ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন লন্ডন মহোৎসবের সভাপতি শঙ্কু বসু, সহ সভাপতি অরুনাভ বন্দ্যোপাধ্যায় এবং সেক্রেটারি সায়ন্তন দাস অধিকারী। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, দুদিনের এই উৎসবের প্রাক সন্ধ্যায় অর্থাৎ ১৯ এপ্রিল হবে এক তারকাখচিত আমন্ত্রণমূলক অনুষ্ঠান। ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অফ লর্ডসে প্রদান করা হবে ‘বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড’।

বলা বাহুল্য, প্রাপকেরা সবাই নিজ নিজ ক্ষেত্রে দিকপাল। উপস্থিত থাকবেন লর্ড স্বরাজ পলসহ বহু সাংসদ। এছাড়া ওই সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব লর্ডসে দেওয়া হবে ‘বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড’। পাশাপাশি লন্ডন মহোৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুষ্ঠানটি সফল করতে যে উপদেষ্টারা আছেন তাঁদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের বিধায়ক দেবাশিস কুমার, শিক্ষাবিদ সত্যম রায়চৌধুরী, প্রকাশক ত্রিদিব চ্যাটার্জি, চলচিত্র প্রযোজক ফিরদৌসল হাসান ও শিল্প পরিচালক শঙ্কু বোস। এই আয়োজনের মিডিয়া পার্টনার আজকাল। সাহিত্য বিষয়ক পার্টনার ডাক বাংলা। উল্লেখ, লন্ডন মহোৎসবের শিল্পীদের তালিকায় রয়েছেন, লোপামুদ্রা মিত্র ও জয় সরকার, সাহানা বাজপেয়ী ও সামন্তক, রাঘব চ্যাটার্জি, সুরজিৎ চট্টোপাধ্যায় ও অন্বেষা, দেবলীনা কুমার, দেবশঙ্কর হালদার, তথাগত সেনগুপ্ত ও আরও অনেকে।প্রসঙ্গত, এই উৎসবের লক্ষ্য লন্ডনের বুকে এপার বাংলা ও ওপার বাংলার প্রবাসী বাঙালিদের একত্রিত করাই মূল উদ্দেশ্য।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version