Wednesday, November 5, 2025

প্রায় দুই দশকের কেরিয়ারে আটটি ব্যালন ডি’অর জিতেছেন। ফুটবলপ্রেমী থেকে অধিকাংশ মানুষই তাঁকে সময়ের সেরা বলেন। কেউ কেউ তো লিওনেল মেসিকে সর্বকালের সেরাও বলেন। সময়ের সেরা বাছাইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে আসে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম।মেসি ও রোনাল্ডোর সঙ্গে বা বিপক্ষে যাঁরা খেলেছেন, সেই খেলোয়াড়দের মধ্যেও বেশির ভাগই এগিয়ে রাখেন এ দুজনকে। সদ্য ফুটবলকে বিদায় জানানো এডেন হ্যাজার্ড অবশ্য এই দলে নেই। মেসি ও রোনাল্ডোর মাঠের কীর্তি এবং মান নিয়ে কোনও সন্দেহ নেই বেলজিয়ামের প্রাক্তন খেলোয়াড়ের। কিন্তু সেরার প্রশ্নে তাঁদের দুজনের কারোকেই ভোট দিচ্ছেন না হ্যাজার্ড।

৩৩ বছর বয়সী রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফরোয়ার্ডের চোখে সেরা জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের প্রাক্তন প্লেমেকারকে নিয়ে উচ্ছ্বসিত হ্যাজার্ড ওবিআই ওয়ান পডকাস্টে বলেছেন, মেসি এমন একজন, আপনি ফুটবল নিয়ে কথা বললে তার কথা আপনাকে বলতেই হবে। কিন্তু মানুষের ভিন্ন ভিন্ন মত আছে এ ব্যাপারে। দলকে ট্রফি এনে দিতে এবং গোল করার ক্ষেত্রে রোনাল্ডো সব সময় সেরা। রোনাল্ডোর প্রশংসা করতে গিয়ে হ্যাজার্ড বলেছেন, রোনাল্ডোর এখন বয়স ৩৯ বছর। আমার তো মনে হয়, সে ৫০ বছর পর্যন্ত গোল করে যাবে। বিশ্বাস করুন, এটাই সত্যি হবে। এরই পাশাপাশি ফ্রান্সের হয়ে ১৯৯৮ এ বিশ্বকাপ জেতা রিয়ালের প্রাক্তন কোচ জিদানকে নিয়ে তিনি বলেছেন, আমার খেলার ধরন অনেকটাই মেসির মতো। তবে আমার কাছে সেরা জিদান।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version