Wednesday, August 20, 2025

প্রায় দুই দশকের কেরিয়ারে আটটি ব্যালন ডি’অর জিতেছেন। ফুটবলপ্রেমী থেকে অধিকাংশ মানুষই তাঁকে সময়ের সেরা বলেন। কেউ কেউ তো লিওনেল মেসিকে সর্বকালের সেরাও বলেন। সময়ের সেরা বাছাইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে আসে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম।মেসি ও রোনাল্ডোর সঙ্গে বা বিপক্ষে যাঁরা খেলেছেন, সেই খেলোয়াড়দের মধ্যেও বেশির ভাগই এগিয়ে রাখেন এ দুজনকে। সদ্য ফুটবলকে বিদায় জানানো এডেন হ্যাজার্ড অবশ্য এই দলে নেই। মেসি ও রোনাল্ডোর মাঠের কীর্তি এবং মান নিয়ে কোনও সন্দেহ নেই বেলজিয়ামের প্রাক্তন খেলোয়াড়ের। কিন্তু সেরার প্রশ্নে তাঁদের দুজনের কারোকেই ভোট দিচ্ছেন না হ্যাজার্ড।

৩৩ বছর বয়সী রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফরোয়ার্ডের চোখে সেরা জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের প্রাক্তন প্লেমেকারকে নিয়ে উচ্ছ্বসিত হ্যাজার্ড ওবিআই ওয়ান পডকাস্টে বলেছেন, মেসি এমন একজন, আপনি ফুটবল নিয়ে কথা বললে তার কথা আপনাকে বলতেই হবে। কিন্তু মানুষের ভিন্ন ভিন্ন মত আছে এ ব্যাপারে। দলকে ট্রফি এনে দিতে এবং গোল করার ক্ষেত্রে রোনাল্ডো সব সময় সেরা। রোনাল্ডোর প্রশংসা করতে গিয়ে হ্যাজার্ড বলেছেন, রোনাল্ডোর এখন বয়স ৩৯ বছর। আমার তো মনে হয়, সে ৫০ বছর পর্যন্ত গোল করে যাবে। বিশ্বাস করুন, এটাই সত্যি হবে। এরই পাশাপাশি ফ্রান্সের হয়ে ১৯৯৮ এ বিশ্বকাপ জেতা রিয়ালের প্রাক্তন কোচ জিদানকে নিয়ে তিনি বলেছেন, আমার খেলার ধরন অনেকটাই মেসির মতো। তবে আমার কাছে সেরা জিদান।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version