Monday, January 19, 2026

কাটল জট! উত্তরপ্রদেশে জোট বেঁধে লড়বে সপা-কংগ্রেস, ঘোষণা অখিলেশের

Date:

Share post:

টালমাটাল পরিস্থিতি কাটিয়ে অবশেষে উত্তরপ্রদেশে জট কাটল ইন্ডিয়ার! বিজেপিকে পর্যুদস্ত করতে হাত-সাইকেল জোটে কিছুটা হলেও স্বস্তি কংগ্রেস শিবিরে। বুধবার জট কাটার ইঙ্গিত দিয়ে অখিলেশ হাসিমুখে জানালেন, উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট থাকছেই। সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে ১৭ আসনে লড়বে কংগ্রেস।

৮০ আসনের উত্তরপ্রদেশ লোকসভায় কংগ্রেসকে কটি আসন ছাড়া হবে তা নিয়ে রীতিমতো দরাদরি শুরু হয় সপা ও কংগ্রেসের মধ্যে। শুরুতে ১১ টি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি হয় সপা। যদিও অখিলেশের এই প্রস্তাব খারিজ করে কংগ্রেস। টালমাটাল এই পরিস্থিতির মাঝে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, “সব ভালো যার শেষ ভালো। অবশ্যই আমাদের জোট থাকছে, কোনও সংঘাত নেই। সমস্ত কিছুই কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।” সূত্রের খবর, দীর্ঘ দরকষাকষির পর কংগ্রেসকে ১৭ আসন ছাড়তে রাজি হয়েছে অখিলেশ। সমাজবাদী পার্টি লড়বে ৬২ টি আসনে। একটি আসন রাখা হবে চন্দ্রশেখর আজাদের সমাজ পার্টির জন্য। এছাড়াও আলাদা আলাদা আসন নিয়ে দুই দলের সংঘাত মেটার পথেই। জানা গিয়েছে, মোরাদাবাদের আসনটি সপাকে ছেড়ে দেবে কংগ্রেস। তার বদলে বারাণসীতে লড়বেন কংগ্রেস প্রার্থী। হাথরস ও সীতাপুরেও দুই দলের সমঝোতা হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে সপার সঙ্গে এই আসন জট ছাড়তে কম কসরত করতে হয়নি কংগ্রেসকে। জানা যাচ্ছে, সংঘাত কাটাতে মাঠে নামতে হয় প্রিয়াঙ্কা গান্ধী ও সোনিয়া গান্ধীকেও। এই বিষয়ে রাহুল ও অখিলেশের সঙ্গে আলাদা ভাবে কথা বলেন প্রিয়াঙ্কা। সোনিয়া গান্ধীও উত্তরপ্রদেশের রাজ্য নেতৃত্বকে বোঝান বেশ কয়েকটি আসন নিয়ে অবাস্তব দাবি করছেন তাঁরা। তাঁদের উদ্যোগেই শেষ পর্যন্ত জট কেটেছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

spot_img

Related articles

শহরের মধ্যে জলভর্তি গভীর নালা: নয়ডায় মর্মান্তিক মৃত্যু ইঞ্জিনিয়ারের

দিল্লি সহ গোটা গাঙ্গেয় ভারতের দূষণে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর এই দূষণের একটি বড় কারণ খোদ দিল্লির প্রশাসন...

অবশেষে মোদিকে মনে পড়ল ট্রাম্পের: বরফ গলার ইঙ্গিত!

সাম্প্রতিক সময়ে অনেকবার নরেন্দ্র মোদি ভাল বন্ধু, এমন কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বন্ধুত্বে যে চিড় ধরেছে সে...

শরীরচর্চা আর সম্প্রীতির মেলবন্ধন, রবিবাসরীয় কলকাতায় ‘রান ফর লাইফ’

কুয়াশাঘেরা রবিবার সকালে এক অন্যরকম উদ্দীপনার সাক্ষী থাকল সল্টলেকের রাজপথ। স্বাস্থ্য সচেতনতা, মানসিক দৃঢ়তা এবং সামাজিক সম্প্রীতির বার্তা...

কৃষ্ণনগরে বিজেপির ‘অবৈধ’ পার্টি অফিস! বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

বিজেপির ক্ষমতা রাজ্যের কোথাও একটু বাড়লে তারা বাংলার মানুষের উপর কী ধরনের অত্যাচার করে, তা ইতিমধ্যে বিভিন্ন ঘটনায়...