Wednesday, August 20, 2025

কাটল জট! উত্তরপ্রদেশে জোট বেঁধে লড়বে সপা-কংগ্রেস, ঘোষণা অখিলেশের

Date:

Share post:

টালমাটাল পরিস্থিতি কাটিয়ে অবশেষে উত্তরপ্রদেশে জট কাটল ইন্ডিয়ার! বিজেপিকে পর্যুদস্ত করতে হাত-সাইকেল জোটে কিছুটা হলেও স্বস্তি কংগ্রেস শিবিরে। বুধবার জট কাটার ইঙ্গিত দিয়ে অখিলেশ হাসিমুখে জানালেন, উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট থাকছেই। সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে ১৭ আসনে লড়বে কংগ্রেস।

৮০ আসনের উত্তরপ্রদেশ লোকসভায় কংগ্রেসকে কটি আসন ছাড়া হবে তা নিয়ে রীতিমতো দরাদরি শুরু হয় সপা ও কংগ্রেসের মধ্যে। শুরুতে ১১ টি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি হয় সপা। যদিও অখিলেশের এই প্রস্তাব খারিজ করে কংগ্রেস। টালমাটাল এই পরিস্থিতির মাঝে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, “সব ভালো যার শেষ ভালো। অবশ্যই আমাদের জোট থাকছে, কোনও সংঘাত নেই। সমস্ত কিছুই কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।” সূত্রের খবর, দীর্ঘ দরকষাকষির পর কংগ্রেসকে ১৭ আসন ছাড়তে রাজি হয়েছে অখিলেশ। সমাজবাদী পার্টি লড়বে ৬২ টি আসনে। একটি আসন রাখা হবে চন্দ্রশেখর আজাদের সমাজ পার্টির জন্য। এছাড়াও আলাদা আলাদা আসন নিয়ে দুই দলের সংঘাত মেটার পথেই। জানা গিয়েছে, মোরাদাবাদের আসনটি সপাকে ছেড়ে দেবে কংগ্রেস। তার বদলে বারাণসীতে লড়বেন কংগ্রেস প্রার্থী। হাথরস ও সীতাপুরেও দুই দলের সমঝোতা হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে সপার সঙ্গে এই আসন জট ছাড়তে কম কসরত করতে হয়নি কংগ্রেসকে। জানা যাচ্ছে, সংঘাত কাটাতে মাঠে নামতে হয় প্রিয়াঙ্কা গান্ধী ও সোনিয়া গান্ধীকেও। এই বিষয়ে রাহুল ও অখিলেশের সঙ্গে আলাদা ভাবে কথা বলেন প্রিয়াঙ্কা। সোনিয়া গান্ধীও উত্তরপ্রদেশের রাজ্য নেতৃত্বকে বোঝান বেশ কয়েকটি আসন নিয়ে অবাস্তব দাবি করছেন তাঁরা। তাঁদের উদ্যোগেই শেষ পর্যন্ত জট কেটেছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...