Wednesday, November 5, 2025

ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি! বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

বুধবার থেকেই ফের রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার থেকেই কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টিরও। এদিকে ফেব্রুয়ারির শুরুতেই ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। শীত বিদায়ের সঙ্গেই বাড়ছে বাতাসের আর্দ্রতা। বেলা বাড়তেই চড়া হচ্ছে রোদ। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরিয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এই পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগোবে। এর জেরেই ঝড়বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যে দুর্যোগের সম্ভাবনা আছে। সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে।

এছাড়া বৃহষ্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাতে। পাশাপাশি শিলা বৃষ্টি হতে পারে মালদহ ও দুই দিনাজপুরে। হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা আরও বাড়তে পারে। সঙ্গে বাড়বে অস্বস্তিকর গরম। কলকাতায় দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রি। রাতের তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯১ শতাংশ।

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version