Sunday, November 9, 2025

প্রতিশ্রুতি রাখল রাজ্য, জমি ফেরৎ সন্দেশখালির বঞ্চিত বাসিন্দাদের

Date:

সন্দেশখালিতে সাধারণ মানুষের ওপর যে কোনও ধরনের অন্যায়ের প্রতিকার করবে সরকারই। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই মন্ত্রী পার্থ ভৌমিকের তৎপরতায় সাধারণ মানুষের অভিযোগের তদন্ত শুরু হয়েছিল। প্রশাসনিক কর্তা থেকে পুলিশ, প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের তোলা অভিযোগকে মাথায় রেখেই। বৃহস্পতিবার প্রথমবার জোর করে দখল করে নেওয়া জমি ফেরৎ পেলেন ৯ গ্রামবাসী। সেই সঙ্গে বিডিও অফিসের কাছের খেলার মাঠ থেকে মোছা হল শেখ শাহজাহানের নামও।

সরকারের পক্ষ থেকে সরকারি কর্মীদের সন্দেশখালির গ্রামে গ্রামে পাঠিয়ে, এলাকায় ক্যাম্প করে সাধারণ মানুষের অভিযোগ সংগ্রহ করা হচ্ছে গত কয়েকদিন ধরে। কোথাও অভিযোগ জানাতে গ্রামবাসীরা ভয় পাচ্ছে বলে অভিযোগ করলে সেখানে পুলিশ কর্তারা পৌঁছে গিয়ে আশ্বাস দিচ্ছেন। স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে অভিযোগ সংগ্রহ করছেন। গত কয়েকদিন ধরে সন্দেশখালির মানুষ জমি দখল, মারধর ও অবৈধ ভেড়ি তৈরি নিয়ে অভিযোগ জানানোর পর এভাবেই তৎপরতা দেখা গিয়েছে প্রশাসনের।

বৃহস্পতিবার প্রথমবার সেই সব অভিযোগের ভিত্তিতে ৯ জনকে জমি ফেরৎ দিল প্রশাসন। জমির মালিকানা সংক্রান্ত যাবতীয় নথি তুলে দেওয়া হয় তাঁদের হাতে। সেই সঙ্গে বিডিও অফিসের কাছে ঋষি অরবিন্দ মিশন এলাকায় যে মাঠ জোর করে পাঁচিল দিয়ে দখল করে নেওয়ার অভিযোগ ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে সেই মাঠ সাধারণ বাসিন্দাদের জন্য খুলে দিল প্রশাসন। মাঠের দেওয়ালে লেখা শেখ শাহজাহানের নাম চুনকাম করে মোছা হল। উপস্থিত ছিলেন বসিরহাটের পুলিশ সুপার হাসান মেহেদি রহমান। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন বিধায়ক সুকুমার মাহাতো।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version