Sunday, November 9, 2025

কন্ডোমে রাজনৈতিক দলের প্রতীক! প্রচারের হাতিয়ারে চোখ ছানাবড়া অন্ধ্রপ্রদেশে

Date:

ছাতা থেকে টুপি, টি-শার্ট, শাড়ি, পাঞ্জাবি, কখনও চাবির রিং-ভোটের প্রচারে এসব আকছার বিলোয় রাজনৈতিক দল। তাই বলে বাড়ি বাড়ি দলীয় প্রতীক ছাপের কন্ডোম বিলি! অন্ধ্রপ্রদেশের (Andrapradesh) শাসক-বিরোধী দুদলের এই কাণ্ড দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের। তবে, এবিষয়ে ওয়াইএসআর কংগ্রেস (YSRC) এবং বিরোধী দল তেলুগু দেশম পার্টি (TDP) দুজনেই দুজনের বিরুদ্ধে এই ছাপ দেওয়া কন্ডোম বিলির অভিযোগ করে নিজেদের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেছে। যদিও ভিডিও দুটির সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রচারে জোর দিয়েছে শাসক-বিরোধী সবদল। এরই মধ্যে দাক্ষিণাত্যের রাজ্য অন্ধ্রপ্রদেশে শাসকদল ওয়াইএসআর কংগ্রেস (YSRC) এবং বিরোধী দল তেলুগু দেশম পার্টির (TDP) ভোট প্রচার নিয়ে শোরগোল। ভোট প্রচারের দুই দলই দলীয় প্রতীক ও রং দেওয়া গর্ভনিরোধকের প্যাকেট বাড়ি বাড়ি বিলি করছে। সমাজমাধ্যমে ইতিমধ্যে দুদলের ভিডিওই ভাইরাল।

তবে, নিজেদের এই কীর্তির দায় নেওয়ার বদলে দুজনেই পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। টিডিপি-কে আক্রমণ করে ওয়াইএসআর কংগ্রেস নিজেদের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে তীব্র কটাক্ষ করে লেখে, “কন্ডোম বিলিতেই প্রচার শেষ করবেন, না কি এবার ভোটারদের মধ্যে আপনারা ভায়াগ্রাও বিলি করবেন?”

পাল্টা আক্রমণে নেমে ওয়াইএসআর কংগ্রেসের দলীয় প্রতীক ও নাম লেখা একটি গর্ভনিরোধকের প্যাকেট বিলির ভিডিও নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে টিডিপিও। প্রশ্ন তোলে, তাহলে কী শাসকদলও এভাবেই প্রচারে নেমেছে!

এই কন্ডোম-রাজনীতি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশে। তবে, যাঁরা এই প্যাকেট পেয়েছেন চিরাচরিত অস্বস্তির কারণে তাঁরা কিন্তু নীরব। এখন এই প্যাকেটে ভোটাররা কতটা প্রভাবিত হলেন, সেটা জানা যাবে ইভিএম খোলার পরেই।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version