Sunday, August 24, 2025

রাঁচিতে চতুর্থ টেস্টে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। এই ম্যাচে টসে জিটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম দিনের শেষে ইংরেজদের রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ৩০২। ইংল্যান্ডের হয়ে দূরন্ত ইনিংস খেলেন জো রুট। ১০৬ রানে অপরাজিত তিনি। আর এই রানের সুবাদে নজির গড়েন রুট। ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক শতরানের রেকর্ড গড়েছেন তিনি।

ভারতের বিরুদ্ধে টেস্টে এর আগে শতরানের নিরিখে একই আসনে ছিলেন রুট ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দু’জনেরই ছিলো ৯টি করে শতরান। এদিন প্রথম ইনিংসে শতরান করেছেন রুট। ফলে এখন তাঁর শতরানের সংখ্যা ১০টি। সবার উপরে উঠেছেন তিনি। রুট ৫২টি ইনিংসে এখনও পর্যন্ত ১০টি শতরান করেছেন। স্মিথের ৯টি শতরান হয়েছে ৩৭টি ইনিংসে। এরপরই রয়েছেন, এছাড়া গ্যারি সোবার্স। ৩০টি ইনিংসে ৮টি সেঞ্চুরি করেছেন তিনি। ভিভ রিচার্ডস ও রিকি পন্টিংও ৮টি করে শতরান করেছেন যথাক্রমে ৪১ এবং ৫১টি ইনিংসে।

এই রেকর্ড গড়ে রুট বলেন, “ পুরো ব্যাপারটিই আনন্দদায়ক। আপনি নিজে কতটুকু কী পারেন, সেটি সবার সামনে করে দেখানো। আমার এখন নিজেকে রকস্টার মনে হচ্ছে। মনে হয় না, এমন অনুভূতি আমার আগে কখনো হয়েছে।”

আরও পড়ুন- জামশেদপুরের কাছে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত?

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version