অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে কী বললেন আকাশ দীপ?

ম্যাচ শেষে আকাশ দীপ বলেন, “ যশপ্রীত বুমরাহ ভাই বলেছিলেন, লেংথ একটু পিছনের দিকে রাখতে। সেটাই করেছি। তাতেই সাফল্য এসেছে। তাই

রাঁচিতে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। এই ম্যাচে অভিষেক হয় বাংলার আকাশ দীপের। আর অভিষেক ম্যাচেই দুরন্ত বোলিং করেন আকাশ দীপ। প্রথম দিন নেন তিন উইকেট। আকাশ দীপের পারফরম্যান্স মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। আর অভিষেক ম্যাচে এম্ন পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত আকাশ দীপ।

ম্যাচ শেষে আকাশ দীপ বলেন, “ যশপ্রীত বুমরাহ ভাই বলেছিলেন, লেংথ একটু পিছনের দিকে রাখতে। সেটাই করেছি। তাতেই সাফল্য এসেছে। তাই ওঁর প্রতি কৃতজ্ঞ। সাধারণত দেশের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামলে সবার মনের মধ্যে ভয় থাকে। তবে আমি চিন্তিত ছিলাম না। আসলে প্রতিটা ম্যাচই কেরিয়ার শেষ ম্যাচ ভেবে খেলতে নামি। এই ম্যাচেও সেই নীতি মেনেই খেলতে নেমেছিলাম।”

আকাশের বোলিংয়ের প্রশংসা করেছেন সবাই। কিন্তু তারপরেও প্রথম উইকেটের কাঁটা খচখচ করছে আকাশের মনে। ক্রোলিকে বোল্ড করে আকাশ লাফিয়ে ওঠেন। তাঁর দিকে বাকিরা ছুটে আসেন। ঠিক তখনই নো বলের সাইরেন বাজানো হয়। তখনই বোঝা যায়, নো বল করে ফেলেছেন আকাশ। ফলে উইকেট পাননি তিনি। প্রথম দিনের খেলা শেষে এই নিয়ে তিনি বলেন, “খুব খারাপ লেগেছিল। নো বল করা অপরাধ। আমি খালি ভাবছিলাম, ক্রলি যেন দলকে না ভোগায়। প্রথমের দিকে পিচ থেকে সাহায্য পাচ্ছিলাম। সেটা কাজে লাগাতে পেরেছি।”

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচ, প্রথম দিনের শেষ ইংল্যান্ডের রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ৩০২