Thursday, August 21, 2025

শখ বোধহয় একই বলে। অনেকদিন ধরে বাড়িতে প্রিয় পোষ্যকে আনতে চেয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। কিন্তু নানা কারণে সেটা হচ্ছিল না। অবশেষে সুদূর কলম্বিয়া থেকে পাইথন নিয়ে এলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। সাধ করে নাম রেখেছেন ‘উলুপী’ ( মহাভারতের নাগকন্যা)। কথিত আছে, বনবাসে থাকাকালীন অর্জুনের সঙ্গে উলুপীর (Ulupi) বিবাহ হয়। কিন্তু সাপ পোষা কি আইনসম্মত? পরিচালকের কাণ্ডে প্রশ্ন তুলছেন অনুরাগীরাই।

গত বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্টে পরিচালক লেখেন, ‘‘উলুপীকে বাড়িতে স্বাগত। আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল।’’ এরপরই গুঞ্জন শুরু হয়। তারপরই পাইথনের আগমনের খবর মেলে। সূত্রের খবর, দিন দশেক আগে সৃজিত তাঁর নতুন পোষ্যটিকে বাড়িতে নিয়ে আসেন। বন দফতরের থেকে যাবতীয় প্রযোজনীয় অনুমতি নিয়েই বাচ্চা ‘পাইথন’ পুষেছেন পরিচালক। সাপ বাড়িতে রাখার ব্যাপারে দেশের আইন কী বলছে? ১৯৭২ সালের ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে দেশে সাপ ধরা, মারা বা সাপের শরীরের কোনও অংশের তৈরি জিনিসপত্রকে ব্যবহার করা নিষিদ্ধ। তবে সৃজিত আইন বিরুদ্ধ কাজ করেননি। তাঁর কাজে বৈধ কাগজ রয়েছে বলে খবর। কিন্তু সাপ পোষার ঝক্কি তো কম নয়, কীভাবে সামলাবেন? সৃজিত বলেন, ‘‘পাইথন খুবই শান্ত প্রাণী। এ আর ঝক্কি কী! তবে আমি অনেক ছোট থেকেই সাপখোপ সামলাতে পারি। আমার কোনও ভয় নেই।” ঘনিষ্ঠরা বলেই ‘ জাতিস্মর ‘ পরিচালক সত্যিই বাবুরাম সাপুড়ে।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version